IQNA

ইমাম হুসাইন (আ.)এর শোকে খৃষ্টানরাও শোকাহত + ছবি

17:15 - October 09, 2016
1
সংবাদ: 2601732
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে জার্মানের বার্লিন শহরে মুসলমানদের পাশাপাশি খৃষ্টানরাও শোক পালন করছে।


বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বার্লিনে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে খৃষ্টানরাও অংশগ্রহণ করছে।

শোকানুষ্ঠানের শুরুতেই খৃষ্টানদের অভিনন্দন জানিয়ে কারবালার শোকাবহ ঘটনার আলোকে বক্তৃতা পেশ করেন।

৬১ হিজরির ১০ই মুহররম ইমাম হুসাইন (আ.) স্বপরিবারে স্বল্প কিছু সাথী নিয়ে পাপিষ্ঠ ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করেন এবং কারবালার ময়দানে ৩ দিনের ভুকা পিপাসায় ইয়াজিদের ৩০ হাজার সৈন্যের হাতে শাহাদাত বরণ করেন।

ইমাম হুসাইন (আ.) কারবালায় তাঁর সাথীদের শাহাদাতবরণের পর আহ্বান করেছিলেন : هَلْ مِنْ نَاصِرِيْنَ يَنْصُرْنِيْ؟

আমাকে সাহায্য করার জন্য কেউ আছ কি?

এ আহ্বান কেবল সে সময়ের মানুষের প্রতি ছিল না। এ আহ্বান কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করবে তাদের সবার প্রতি। ইমাম হুসাইনের আহ্বানের প্রতি সাড়া দিয়ে কেউ যখন সত্যের পতাকা হাতে কোনো নিরপরাধ ব্যক্তির সাহায্যে দাঁড়িয়ে যায় সে দিনটিই আশুরা আর যখন একজন শহীদের দেহ টুকরো টুকরো হয়ে তার রক্ত কোনো ভূমিতে পতিত হয় সেই ভূমিই কারবালা।

তাই কারবালার কাফেলা এখনো চলছে। শাহাদাতের মর্যাদা ৬১ হিজরীর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এ রহমতের দরজা এখনো উন্মুক্ত। তাই যতদিন এ নশ্বর পৃথিবীতে অত্যাচার-উৎপীড়ন থাকবে ততদিন মহান আল্লাহর অনুগত বান্দাদের নিশ্চুপ হয়ে বসে থাকা উচিত নয়। বাতিল ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে পূর্ববর্তী নবী-রাসূল হযরত আদম (আ.), হযরত নূহ (আ.), হযরত ইবরাহীম (আ.), মূসা (আ.), ঈসা (আ.) এবং রাসূল্লুাহ্ (সা.)-এর উত্তরাধিকার ইমাম হুসাইন (আ.)-এর কাছে পৌঁছেছিল। অপরদিকে নমরুদ, ফিরআউন, আবু জাহল, ইয়াযীদ, ইবনে সা, উবায়দুল্লাহ্ ইবনে যিয়াদ এবং শিমারের উত্তরাধিকার পৌঁছেছে বর্তমান কালের অত্যাচারী শাসকদের কাছে যারা সব সময়ই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্রের মোকাবিলায় ইমাম হুসাইন (আ.)-এর উত্তরাধিকারী হওয়ার জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে। ইসলামকে রক্ষার জন্য ইমাম হুসাইনের মতো আমাদেরকেও চূড়ান্তভাবে আত্মোৎসর্গের জন্য প্রস্তুত হতে হবে। আর তা হলেই আমরা তাঁকে ভালোবাসার দাবি করতে পারব, তাঁর অতুলনীয় শাহাদাতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারব, অন্যথায় নয়।

iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
যারামহরমমাসেইমামহোসাইনেরমুহাববতেমাতমআহাজারীকরেনাতারামসলিমদাবীকরিতেপাড়িবেনাওরারাসুলেপাকেরশাফায়াতপাবেনাআলহাদিস
captcha