IQNA

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

23:58 - May 15, 2017
3
সংবাদ: 2603090
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোমবার (১৫ই মে) ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্থানীয় সময় ২০টা এবং বাংলাদেশী সময় ১৮টায় PWTC মিলনায়তনে সেদেশের কর্মকর্তা সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রতিযোগিতার কিরাত বিভাগে মিশরের প্রতিনিধি "তাহা ইজ্জাত বাসিউনি আওয়াজ ইব্রাহীম" অংশগ্রহণ করেন। অতঃপর ইন্দোনেশিয়ার নারী প্রতিনিধি "খাইরুন নেসা হাসানী আজাস", মিয়ানমারের নারী প্রতিনিধি "মোহসেনাত বিনতে ইউসুফ" কুরআন তিলাওয়াত করেনে। এছাড়াও স্পেনের প্রতিনিধি "ইলিয়াস কিলির", ফিলিপাইনের "মুহামেদীন উমফুগ" এবং রাশিয়ার "ইউসুফ অবদুফ" কুরআন তিলাওয়াত করেন।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে হামেদ আলী জাদে অংশগ্রহণ করেছেন। হামেদ আলী জাদে শুক্রবার কুরআন তিলাওয়াত করবেন। উক্ত কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শনি বার অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ স্থানে উত্তীর্ণ ৩ জনকে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।

৫৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ২৪টি দেশের ২৪ জন পুরুষ ক্বারি এবং ১০ জন নারী ক্বারি অংশগ্রহণ করেছেন। এছাড়াও হেফজ বিভাগে ২০ জন পুরুষ হাফেজ এবং ১০ জন নারী হাফেজ অংশগ্রহণ করেছেন।

iqna



প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
cyovvqdn
0
0
20
gundwmet
0
0
20
uaksrpik
0
0
20
captcha