IQNA

মালয়েশিয়ায় মসজিদে স্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ

20:07 - October 16, 2017
সংবাদ: 2604084
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সালাঙ্গুর রাজ্যের গভর্নর উক্ত রাজ্যের সকল মসজিদে স্পিকারে বক্তৃতা এবং খুতবা দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
মালয়েশিয়ায় মসজিদে স্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ

বার্তা সংস্থা ইকনা: সালাঙ্গুর রাজ্যের গভর্নর সুলতান শারিফ আদ-দ্বীন ইদ্রিস শাহ আল হাজ ১৬ই অক্টোবর ঘোষণা করেছেন: এই রাষ্ট্রের আইনেরে সাথে মিল রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য সালাঙ্গুরের মসজিদসমুহে সকল বক্তৃতা ভিডিও করা হবে।
রয়্যাল কোর্ট কাউন্সিল সচিব হানাফি শাহ বলেন: মসজিদের স্পিকারে শুধুমাত্র আযান এবং কুরআন তিলাওয়াত প্রচার করা হবে।
তিনি বলেন: স্পিকারে বক্তৃতা এবং খুতবা প্রদান করা যাবে না। সমাজে অন্যান্য মানুষ যাতে বিরক্ত না হয় সেজন্য এই নির্দেশ দেয়া হয়েছে।
iqna


captcha