IQNA

কুদসের মধ্যে ফিলিস্তিনের অস্তিত লুকায়ির রয়েছে; ওআইসি

21:14 - December 13, 2017
সংবাদ: 2604544
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও এ সম্মেলনে যোগ দিচ্ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

কুদসের মধ্যে ফিলিস্তিনের অস্তিত লুকায়ির রয়েছে; ওআইসি


বার্তা সংস্থা ইকনা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদ জানাতে এবং মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তুরস্ক হচ্ছে ওআইসি'র বর্তমান সভাপতি দেশ।

ওআইসি'র সম্মেলনে এরইমধ্যে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে প্রমাণ করেছেন যে, ফিলিস্তিন ইস্যুতে কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ক্ষেত্রে আমেরিকা মোটেই বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী নয়।

বিশ্বের ৫৭টি দেশের প্রতিনিধি এ সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনের উদ্বোধনী ভাষণে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলামনদের জন্য 'রেড লাইন'। তিনি ইসরাইলকে দখলদার রাষ্ট্র হিসেবে আখ্যা দেন।

ওআইসি'র সম্মেলনে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, "এখন থেকে ইসরাইলের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় আমেরিকার কোনো ভূমিকা মেনে নেবেন না তারা।"

iqna

 

 

 

captcha