IQNA

সু চি’র ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ খেতাব প্রত্যাহার করল আয়ারল্যান্ড

14:16 - December 14, 2017
সংবাদ: 2604550
আন্তর্জাতিক ডেস্ক: রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ জঙ্গিদের নির্মম অত্যাচারে কোনো পদক্ষেপ না নেয়ায় দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চিকে দেয়া ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সু চি’র ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ খেতাব প্রত্যাহার করল আয়ারল্যান্ড



বার্তা সংস্থা ইকনা: মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির বৌদ্ধদের সহিংস হামলার শিকার হয়ে সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মারা গেছে কয়েক হাজার। সেই সঙ্গে হাজার হাজার নারী গণধর্ষণের শিকার হয়েছে। তার বাড়িঘরে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
আয়ারল্যান্ডের ডাবলিন সিটি কাউন্সিলের সদস্যদের মধ্য মোট ৫৯টি ভোটের মধ্যে সু চিকে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৬ জন। প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ২ দুইজন এবং একজন ভোট দেয়া বিরত থাকেন।
ডাবলিন সিটি কাউন্সিল এক বিবৃতিতে ঘোষণা করে, মিয়ানমারের সেনারা ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গাদের যে অমানবিক অত্যাচার করেছে এবং এই ইস্যুতে সুটির নিশ্চুপতার কারণে তার এই খেতাব প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, একই ঘটনায় এর আগে নভেম্বর মাসে সু চির ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল।
এ ছাড়া অক্সফোর্ডের সেন্ট হিউ'স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।
iqna

 

captcha