IQNA

কুরআন মানুষকে অন্ধকার থেকে মুক্তি দেয়: গবেষক

20:33 - December 14, 2017
সংবাদ: 2604555
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহমুদ জাওয়াদ আলী আকবারি বলেছেন যে, পবিত্র কুরআন হচ্ছে এমনই এক আসমানি কিতাব; যা মানুষকে অজ্ঞতা ও মূর্খতার অভিশাপ থেকে মুক্তি দান করে এবং গোমরাহি থেকে মুক্তি দিয়ে হেদায়েতের পথে পরিচালিত করে।

কুরআন মানুষকে অন্ধকার থেকে মুক্তি দেয়: গবেষক


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহমুদ জাওয়াদ আলী আকবারি আজ মঙ্গলবার পবিত্র কুরআনের তাফসীর অনুষ্ঠানে বলেছেন যে, আজকের পৃথিবীর মানুষ যত মুসিবত ও বিপদাপদের শিকার তার একমাত্র কারণ হচ্ছে পবিত্র কুরআনের শিক্ষা ও আলো থেকে দূরে সরে যাওয়া। আজ প্রায় সকলের ঘরে পবিত্র কুরআন রয়েছে কিন্তু সে কুরআন থেকে শিক্ষা গ্রহণ করা কিংবা কুরআনের তাফসীর পড়ার অভ্যাস অধিকাংশের মধ্যে নেই।

তিনি বলেন: কুরআন এমনই এক আসমানি কিতাব; যে কিতাবকে স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে হেদায়েত ও দিকনির্দেশনার উদ্দেশ্যে পাঠিয়েছেন। কুরআন সর্বশেষ আসমানি কিতাব এবং এ কিতাবে আল্লাহ তায়ালা মানুষের প্রয়োজনীয় যাবতীয় বিষয়াদির যথাযথ সমাধান দিয়েছেন। কিন্তু মানুষ আল্লাহর এ মহান নেয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করে আজ পথহারা হয়ে পড়েছে এবং কুরআনের আলো ও নুর থেকে দূরে সরে গেছে।

captcha