IQNA

তিউনিসিয়ার সার্জন;

প্রত্যেক অপারেশনের পূর্বে আমি কুরআন তিলাওয়াত করি

17:09 - June 23, 2018
সংবাদ: 2606040
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি বিশ্বকাপ খেলায় ইংল্যান্ডের বিপক্ষে তিউনিসিয়ার প্লেয়াররা ফুটবল খেলেছে। ফুটবল খেলার পূর্বে তিউনিসিয়ার প্লেয়ারগণ কুরআন তিলাওয়াত করেছে। এক শ্রেণীর ব্যক্তিরা এর সমালোচনা করেছে। সমালোচনার জবাব দিয়ে তিউনিসিয়ার হার্ট সার্জন "জাকির লাহিজাব" বলেছেন: "প্রত্যেক অপারেশনের পূর্বে আমি কুরআন তিলাওয়াত করি।"

 

বার্তা সংস্থা ইকনা: ইংল্যান্ডের বিপক্ষে তিউনিসিয়ার প্লেয়াররা ফুটবল খেলার পূর্বে কুরআন তিলাওয়াত করেছে। তিউনিসিয়ার সাংবাদিক মোহাম্মাদ বুগোলার এর সমালোচনা করেছে। সাংবাদিক মোহাম্মাদ বুগোলার সমালোচনার জবাব দিয়ে তিউনিসিয়ার হার্ট সার্জন "জাকির লাহিজাব" বলেছেন: "যদিও এই বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তবে বুগোলামের জানা উচিত যে, প্রত্যেক অপারেশনের পূর্বে আমি সূরা হামদ এবং পবিত্র কুরআনের যে কোন আয়াত তিলাওয়াত করি।" 

তিনি ফেসবুকে তার ব্যক্তিগত পেজে লিখেছেন: যে সকল অপারেশন করতে অনেক সময় লাগে, সেসকল অপারেশন করার পর আমি শোকরের সিজদা আদায় করি।

জাকির লাহিজাব গুরুত্বারোপ করে বলেছেন: এই ধরনের মানুষ ধর্মকে পরাস্ত করতে চাই এবং ব্যর্থ মানুষদের সাথে তুলনা করতে চাই। অথচ ধর্ম কোন রাজনৈতিক বিষয় নয় যে তা নিয়ে খেলা করবে।

তিনি বলেন: মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের সর্ববৃহৎ সম্মেলনে বক্তৃতা দেয়ার পূর্বে আমি সূরা হামদ তিলাওয়াত করব।

বলাবাহুল্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে তিউনিসিয়ার ফুটবল টিম পরাজিত হওয়ার পর তিউনিসিয়ার ফুটবল দলের কোচ নাবিল নেভিলকে উদ্দেশ্য করে মুহাম্মাদ বুগোলাব বলেছে: প্রতিযোগিতায় জয়লাভের জন্য হাজি হওয়া, সালেহ (নিষ্ঠাবান বা খোদাভীরু) হওয়া, সুফী হওয়া অথবা মুতাদ্বীন (অধিক ধার্মিক) হওয়া শর্ত নয়; বরং আপনাকে সক্ষম কোচ হতে হবে, প্রতিপক্ষের কৌশলগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সঠিক সময়ে সঠিক পরিবর্তন করতে হবে।

রাশিয়ার 2018 বিশ্বকাপ খেলায় ১৮ই জুন সোমবার তিউনিসিয়ার জাতীয় ফুটবল টিম ইংল্যান্ডের সাথে ২-০ গোলে হেরেছে।

iqna

 

captcha