IQNA

গির্জা নির্মাণের সহায়তায় কুরআনের শিক্ষকের অর্ধেক বেতন অনুদান

23:15 - September 24, 2018
সংবাদ: 2606795
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি খ্রিষ্টান এক ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য অর্থ অনুদান করেছেন। খ্রিষ্টান এই ব্যক্তির এধরণে দাতব্যমূলক কাজে অনুপ্রেরিত হয়ে মিশরের কুরআনের এক শিক্ষক গির্জা নির্মাণের জন্য তার বেতনে অর্ধেক অর্থ অনুদান করবেন।

গির্জা নির্মাণের সহায়তায় কুরআনের শিক্ষকের অর্ধেক বেতন অনুদান
বার্তা সংস্থা ইকনা: মিশরের মানিয়া পাবলিক রিলেশন ম্যানেজার "আসামা মুহাম্মাদ নাজিব" ঘোষণা করেছেন: তার মাসিক বেতন অর্ধেক অর্থ গির্জায় অনুদান করবেন।
তিনি বলেন: যখন আমি শুনলাম মসজিদ নির্মাণের জন্য একজন খৃস্টান ঠিকাদার ২ লাখ মিশরীয় পাউন্ড সাহায্য করেছেন, তখন পবিত্র কুরআনের এই আয়াতকে স্মরণ করলাম:


«هل جزاء الاحسان الا الاحسان»


সদাচারের প্রতিদান সদাচার ব্যতীত অন্য কিছু হতে পারে?
আর তার এই কাজে অনুপ্রেরিত হয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার বেতনে অর্ধেক অর্থ গির্জায় অনুদান করব।
iqna

 

captcha