IQNA

আজান প্রচারে সুইডিশ গির্জার সমর্থন

15:50 - December 10, 2018
সংবাদ: 2607501
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের কার্লস্টেল শহরের গির্জা ঘোষণা করেছে: "মসজিদের মিনার থেকে মুসলমানদের আজান প্রচারের ক্ষেত্রে কোন সমস্যা নেই।"

বার্তা সংস্থা ইকনা: সুইডেনের কার্লস্টেলের শহর আর্কডোসিসের চার্চের পাদ্রী ঘোষণা করেছেন: মসজিদের মিনার থেকে মুসলমানদের আযান প্রচারের ক্ষেত্রে কোন সমস্যা নেই। এই খবরটি সুইডেনের বেশ কয়েকটি সংবাদপত্রে প্রকাশ হয়েছে।

সুইডেনে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে জানিয়েছেন: উচ্চস্বরে আযান প্রচারের ক্ষেত্রে সুইডেনের পাদ্রীরা অনুমতি দিয়েছে। অথচ পশ্চিমা দেশগুলোর গির্জার ঘণ্টাধ্বনি এবং বিশেষ ঘড়ির সময় ঘোষণা শুধুমাত্র বছরের বিশেষ কিছু অনুষ্ঠানের জন্য অনুমোদন রয়েছে।

সুইডেনের মসজিদে আযান প্রচারের ক্ষেত্রে কিছু রাজনৈতিক ব্যক্তি ও দল বিরোধিতা করেছে। তকে এ ব্যাপারে গির্জা তুলনামূলক ভাবে ইতিবাচক সম্মতি প্রদান করেছে।

iqna

 

captcha