IQNA

ইন্দোনেশিয়ায় জাতীয় কুরআন প্রতিযোগিতা + ছবি

21:41 - December 10, 2018
সংবাদ: 2607502
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিশু কিশোরদের উপস্থিতিতে জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর মাযারের আওতাধীন দারুল কুরআনের ইন্দোনেশিয়ার শাখার পক্ষ থেকে উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
ইমাম হুসাইন (আ.)এর মাযারের আওতাধীন দারুল কুরআনের ইন্দোনেশিয়ার শাখার কর্মকর্তা সাইয়্যেদ মেয়মার আল-মাহজার ঘোষণা করেছেন: উক্ত দারুল কুরআনের কার্যক্রমের অগ্রগতির জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন: প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে ঐশী গ্রন্থের সাথে শিশুদের নিবির সম্পর্ক গড়ে তোলা এবং শিশুদেরকে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য অনুপ্রেরণা যোগানো।
সাইয়্যেদ মেয়মার আল-মাহজার বলেন: জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে ৩০০ জন ছেলে ও মেয়ে প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
তিনি আরও বলেন: এসকল প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে ৫ থেকে ১৬ বছরের মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়েছে।
iqna

captcha