IQNA

ইয়েমেনি পক্ষগুলোর চলমান আলোচনায় ইরানের সমর্থন আছে: রুহানি

18:13 - December 11, 2018
সংবাদ: 2607514
আন্তর্জাতিক ডেস্ক: দারিদ্রপীড়িত ইয়েমেনের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে দেশটির বিবদমান পক্ষগুলোর মধ্যে যে আলোচনা চলছে তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একইসঙ্গে তিনি বলেছেন, আগ্রাসীরা উপলব্ধি করতে পেরেছে যে এ সংকটের একমাত্র সমাধান হচ্ছে ইয়েমেনি জাতির সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আজ (মঙ্গলবার) তেহরানে দেশের তিন বিভাগের প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সংঘর্ষে জড়িত পক্ষাগুলোর মধ্যে বেশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে সুইডেনে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়। ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে জাতিসংঘ এ আলোচনার উদ্যোগ নেয়।
রুহানি বলেন, "ইয়েমেনি পক্ষগুলোর মধ্যে সংলাপের প্রতি আমরা সব সময় সমর্থন দিয়ে আসছি।" তিনি বলেন, যারা ইয়েমেন দখল করতে চেয়েছিল দেশটির বর্তমান পরিস্থিতি এখন তাদের মধ্যে এই উপলব্ধি সৃষ্টি করেছে যে, ইয়েমেনি জনগণের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এ সংকটের শান্তিপূর্ণ সমাধান হতে পারে।
iqna

captcha