IQNA

মালদ্বীপে ব্রেইল বর্ণমালায় কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু

20:37 - March 23, 2019
সংবাদ: 2608186
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে ব্রেইল বর্ণমালায় কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ২১শে এপ্রিল মালদ্বীপের প্রেসিডেন্টে ইব্রাহিম মোহাম্মদ সালেহের উপস্থিতিতে খোলা ব্রেইল বর্ণমালায় কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

মালদ্বীপের ধর্ম মন্ত্রী আহমাদ জাহির উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্যে বলেন: নতুন প্রযুক্তির ফলে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ব্যবস্থা সহজতর হয়েছে। ইসলামে প্রতিবন্ধী ব্যক্তিদের উপেক্ষা করা মোটেও গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন: ধর্ম মন্ত্রণালয় প্রতি মাসে বধির শিশুদের জন্য দুটি ধর্মীয় প্রশিক্ষণ অধিবেশন রাখার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও এদেশের মসজিদসমূহ সাইন ভাষায় জুমার খুতবা চলমান রয়েছে।

উল্লেখ্য যে, শ্রীলঙ্কা হতে আনুমানিক ৪০০ মাইল দক্ষিণ পশ্চিমে ১০১০টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ প্রজাতন্ত্র। এই দেশটি ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশটির রাজধানীর নাম মালে। মালদ্বীপের জনসংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ এবং দেশটির প্রধান ধর্ম ইসলাম। iqna

 

 

captcha