IQNA

নিউজিল্যান্ডের নিহত মুসল্লিদের স্মরণে অস্ট্রেলিয়ায় গায়েবানা নামাজ

21:09 - March 23, 2019
সংবাদ: 2608187
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে উগ্র ডানপন্থী এক সন্ত্রাসীর হাতে নিহতদের স্মরণে অস্ট্রেলিয়া মুসলমানেরা গতকাল জুমার নামাজের পর গায়েবানা নামাজ আদায় করেছেন।

বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ার মুসলমানেরা সেদেশর সকল মসজিদের জুমার নামাজে অংশগ্রহণ করার পর এই গায়েবানা নামাজ আদায় করেন।

অস্ট্রেলিয়ান এক সক্রিয় মুসলিম কর্মী “তালহা বোসকোর্ট” বলেন: মুসলমানেরা সকল ভয়কে উপেক্ষা করে মসজিদে উপস্থিত হয়েছেন।

অস্ট্রেলিয়ার মসজিদের খতিব গতকাল জুমার খুতবায় বলেন: নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় নিহত পরিবারবর্গের প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করছি। সমাজে বিভেদ এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা এধরণের জঘন্য কাজ করছে।

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার পর পুলিশের কড়া নিরাপত্তা মাধ্যমে অস্ট্রেলিয়ার মসজিদসমূহে শুক্রবার জুমার নামাজে আদায় করা হয়।

অস্ট্রেলিয়ার ২৮ বছরের সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টের সন্ত্রাসী হামলায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদের ৫০ জন মুসল্লি শহীদ হন। iqna

 

 

captcha