IQNA

আক্রান্ত হলে পারস্য উপসাগর শত্রুদের কবরস্থানে পরিণত হবে: ইরান

20:48 - July 05, 2019
সংবাদ: 2608838
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি বলেছেন, মার্কিন শাসকগোষ্ঠী ইরানের সামরিক ও প্রতিরক্ষা শক্তিকে ভয় পায়। আমেরিকা ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসার পর আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ১৯৮৮ সালের ৩ জুলাই মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস ভিনসেন্স' থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরানের একটি যাত্রীবাহী বিমান ধ্বংস করা হয়। এর ফলে ৬৬টি শিশুসহ ২৯০ জন আরোহীর সবাই প্রাণ হারান। ইরানি বিমান ধ্বংসের বার্ষিকী উপলক্ষে আয়াতুল্লাহ কেরমানি বলেন, বেহায়া ও অশ্লীল আমেরিকা সেদিন ইচ্ছাকৃতভাবে ইরানি যাত্রীবাহী বিমানে হামলা চালিয়ে নিরপরাধ মানুষ হত্যা করেছে।
তিনি আরও বলেন, আমেরিকা হচ্ছে অত্যন্ত হিংস্র ও লোভী। কিন্তু ইরানিরা তাদের নীতি-নৈতিকতা, মানবিকতা ও বিচক্ষণতার মাধ্যমে তাদের দৃঢ়তা বিশ্বের সামনে তুলে ধরছে।

ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করা প্রসঙ্গে জুমার নামাজের খতিব বলেন, 'ইরানের পরমাণু বোমার প্রয়োজন নেই এবং বোমা বানানোকে ইরান অবৈধ বলে মনে করে। তবে এখন থেকে ইরান তার প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। সমৃদ্ধকরণ কত মাত্রায় রাখা হবে সেটাও নির্ধারণ করবে ইরান নিজে।'
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইহুদিবাদীরা ঠুনকো কাচের ঘরে বাস করছে। ইসরাইল এমনকি আমেরিকা যদি ইরানের বিষয়ে কোনো ধরনের ভুল করে তাহলে পারস্য উপসাগরকে তাদের জন্য কবরস্থানে পরিণত করা হবে।  iqna

captcha