IQNA

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের হামলা

20:09 - July 18, 2019
সংবাদ: 2608920
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সশস্ত্র বাহিনী ইরাকের উত্তরাঞ্চলের মাতিনা এলাকায় হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের সশস্ত্র বাহিনীর এই হামলায় পি কে কে সন্ত্রাসী সংগঠনের ৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই অপারেশনটি পাঞ্জা সামরিক অপারেশনের কাঠামোয় সম্পন্ন করা হয়েছে।
ইরাকে পিকেকে’র সন্ত্রাসীদের নিধন করার জন্য এই অপারেশন চালানো হয়েছে।
এদিকে তুরস্কের হাক্করিয়াহ অঞ্চলের সেনা কমান্ড সমর্থিত আকাশ পথে একটি সামরিক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়।
এই অপারেশনটি ২০১৯ সালের ২৭শে মে থেকে শুরু হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে।   iqna

 

captcha