IQNA

পুনরায় উদ্বোধন হবে অটোমান আমলের মসজিদ

20:25 - July 18, 2019
সংবাদ: 2608921
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি স্থানীয় কর্তৃপক্ষ সেদেশের সূগারিয়া প্রদেশের অটোমান আমলের “উরহান ক্বাজী” মসজিদ পুনর্নির্মাণ করার খবর জানিয়েছে। শীঘ্রই এর কাজ শেষ হবে এবং পুনরায় মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তুরস্কের সূগারিয়া প্রদেশের মুফতি এহসান অচিক ১৬ই জুলাই ঘোষণা করেছেন: “উরহান ক্বাজী” মসজিদটি ১৩২৪ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের শাসনকালে নির্মিত হয়েছে। মসজিদের মূল কাঠামো এবং স্থাপত্য অনুযায়ী পুনর্নির্মাণ করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, মসজিদটি পুনর্নির্মাণের সময় একটি প্রাচীন সোনার পাত এবং হস্তশিল্প খুঁজে পাওয়া গিয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু বছর ধরে ঐতিহাসিক মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯৯৯ সালে ৭-মাত্রার ভূমিকম্পে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পের ফলে মসজিদের মিনার ভেঙ্গে গিয়েছিল।
মসজিদটির পুনর্নির্মাণের কাজ প্রায় শেষের পথে। অতি শীঘ্রই মসজিদটি পুনরায় মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হবে।   iqna

 

captcha