IQNA

আফগানিস্তানে পাকিস্তানি রকেট হামলা

18:59 - August 22, 2019
সংবাদ: 2609119
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কুনার প্রদেশের কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘোষণ করেছে, আফগানিস্তানের সীমান্তবর্তী বেশ কয়কটি গ্রামে পাকিস্তানের সেনা বাহিনী প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের কুনার প্রদেশের মুখপাত্র আব্দুল গনি মুসাম্মাম বলেছেন: পাকিস্তানের সেনা বাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী শেলটান গ্রামে রকেট হামলা চালিয়েছে। এই হামলার ফলে এই এলাকার চারটি বাড়ি ধ্বংস হয়েছে।
তিনি বলেন: এই হামলা পাকিস্তানের বাজুরী এলাকা থেকে চালানো হয়েছে। কুনার প্রদেশের শেলাত গ্রামে পাকিস্তানের সীমান্তের ১৬ কিলোমিটারের মধ্যে অবস্থিত।
পাকিস্তানের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
উল্লেখ্য যে, বিগত কয়েক বছরে পাক সেনারা আফগানিস্তানের কুনার প্রদেশে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এসকল হামলার ফরে এই প্রদেশের অনেকেই বস্তুচ্যুত হয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আফগানিস্তান প্রদেশগুলিতে তালেবানদের হামলা এবং পাকিস্তান থেকে কুনার প্রদেশে রকেট নিক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানের গুপ্তচরবৃত্তি করা এবং এটি ইসলামাবাদ সরকারের নতুন ষড়যন্ত্র। তারা বিশ্বাস করে যে পাকিস্তান সরকার আফগানিস্তানের সীমান্ত হস্তক্ষেপ এবং নিরাপত্তাহীনতা বৃদ্ধির মধ্য দিয়ে কাবুল সরকারকে চাপ দেওয়া হচ্ছে।  iqna

captcha