IQNA

ইরাকী স্বেচ্ছাসেবী বাহিনীর ওপর ইসরাইলের হামলা

18:36 - August 23, 2019
সংবাদ: 2609126
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের একজন সংসদ সদস্য বলেছেন, নানা তথ্য-প্রমাণের ভিত্তিতে একথা পরিষ্কার হয়েছে যে, সম্প্রতি স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির ওপরে যে হামলা হয়েছে তার পেছনে রয়েছে ইহুদিবাদী ইসরাইল।

বার্তা সংস্থা ইকনকা'র রিপোর্ট: ইরাকি সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য কারিম আলাভি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনটিকে দুর্বল করার জন্য এই হামলা চালানো হয়েছে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আ-মায়াদিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ইরাকের সংসদ সদস্য এসব কথা বলেছেন। তিনি বলেন, এটা সবার জানা যে, ক্যাম্প আমরিল এবং ক্যাম্প সাক্‌র-সহ ইরাকের ভেতরে বেশকিছু হামলায় ইসরাইলের বিমান জড়িত।

কারিম আলাবি বলেন, হাশ্‌দ আশ-শাবিকে দুর্বল করা এবং এ সংগঠনের কর্মকর্তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ইসরাইল। তিনি আরো বলেন, ইরাকের আকাশসীমার মূল নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন বাহিনীর হাতে। সেক্ষেত্রে আমেরিকার সমর্থন এবং সবুজ সঙ্কেত নিয়েই ইরাকের অভ্যন্তরে ইসরাইল এসব হামলা চালিয়েছে।

এদিকে, হাশ্‌দ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দেস বলেছেন, সম্প্রতি তার বাহিনীর ওপর যে হামলা হয়েছে তার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব মার্কিন সেনাদের উপর বর্তায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে উগ্র সন্ত্রাসবাদীদের উত্থান ঘটেছে তা সম্পূর্ণভাবে আমেরিকার মদদে হয়েছে।   iqna

captcha