IQNA

আয়াতুল্লাহ সিস্তানিকে নিয়ে অবমাননাকর পোষ্টের নিন্দা জানিয়েছে ইরাকি সংসদ ফরেন রিলেশনস কমিশন

18:04 - July 05, 2020
সংবাদ: 2611081
তেহরান (ইকনা): ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানিকে অবমাননা করে সৌদি আরবের একটি পত্রিকা যে ধৃষ্টতাপূর্ণ ক্যারিকেচার প্রকাশ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকি সংসদ ফরেন রিলেশনস কমিশন।

আয়াতুল্লাহ সিস্তানিকে নিয়ে অবমাননাকর পোষ্টের নিন্দা জানিয়ে ইরাকি সংসদ ফরেন রিলেশনস কমিশনইরাকি সংসদ ফরেন রিলেশনস কমিশন এক বিবৃতিতে বলেছে: সৌদি আরবের আশ-শারকুল আউসাত পত্রিকা শুক্রবার (৩য় জুলাই) আয়াতুল্লাহ সিস্তানির একটি অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ করে। এই পত্রিকার ১৫১৯৩তম সংখ্যায় এই ক্যারিকেচারটি প্রকাশিত হয়েছে। ইরাকি সংসদ ফরেন রিলেশনস কমিশন এই বিষয়টিকে ধর্মীয় প্রতীক অবমাননা বলে মনে করে।


বিবৃতিতে আরও বলা হয়েছে: “ইতিমধ্যে ইরাকের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং জনপ্রিয় ক্ষেত্রগুলোয় সৌদির এই পত্রিকার অবমাননাকর পোষ্ট নিয়ে বেশ উত্তেজন সৃষ্টি হয়েছে। তবে আশ-শারকুল আউসাত পত্রিকা এই বিষয়টি অস্বীকার করেছে। এই বিষয়টি অস্বীকার করলেও ইরাকের জনগণের ক্রোধ হ্রাস পাবে না। কারণ সৌদি আরব বিভিন্নভাবে ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অসংখ্য অবমাননাকর কাজ করেছে। আমরা এসকল কাজের তীব্র নিন্দা জানায়।

ইরাকি সংসদ ফরেন রিলেশনস কমিশন এই বিবৃতিতে আরও বলেছে: এই বিষয়ে ইরাকের জনগণ একত্রে প্রতিবাদ করবে। আয়াতুল্লাহ সিস্তানি ইরাকি জনগণের নিরাপদ আশ্রয়স্থল।


আমরা এই নিন্দার সাথেও একমত এবং জোর দিয়েছি যে আয়াতুল্লাহ সিস্তানি ইরাকি জনগণের আশ্রয়স্থল এবং এই দেশের নিরাপদ আশ্রয়স্থল। কোন ভাবেই আমরা তার অপমান সহ্য করবো না। এমনটি অন্য জাতী ও ধর্মীয় প্রতীকগুলোর অবমাননাও সহ্য করবো না। iqna

captcha