IQNA

ঈদের দিনেও হামলা অব্যাহত রেখেছে পাষণ্ড ইসরাইল

18:01 - May 13, 2021
সংবাদ: 2612782
তেহরান (ইকনা): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত চারদিনে ইসরায়েলের হামলায় ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন শিশু ও ১১ জন নারী। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। আল-জাজিরা

ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। ঈদুল ফিতরের দিনেও ইসরাইলি বোমারু বিমানগুলোর গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা হামলা অব্যাহত ছিল। ঈদের দিন ১৯ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন।

অপরদিকে, ইসরায়েল অভিমুখে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত সাতজন ইসরাইলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরাইলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরাইলি।

ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা থেকে সংঘাতের শুরু। সেই সংঘাত এখনও অব্যাহত আছে। iqna

captcha