IQNA

উইঘুর স্বজনদের মুক্তির দাবিতে বিক্ষোভ করায় কাজাখস্তানে আটক ৯

19:33 - May 15, 2021
সংবাদ: 2612791
তেহরান (ইকনা): উইঘুররা স্বজনদের ‍মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ করায় কাজাখস্তানে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। কাজাখস্তানের বৃহত্তম শহর আলমতিতে পুলিশ ৯ জনকে আটক করেছে। স্বজনদের মুক্তির দাবিতে গত ৯৩ দিন ধরে উইঘুররা চীনা দূতাবাসের ওপর পিকেটিং চালিয়ে আসছে।

বিক্ষোভকারীদের মধ্যে দুইজন, বাইবোলাত কুনবোলাত এবং তুরসুনুল নুরাকাইকে ১১ মে এর পরে মুক্তি দেওয়া হয়েছে।

কুনবোলাত জানান, চীনা দূতাবাসের সামনে নারী ও শিশু সবাই জড়ো হয়েছিল। দূতাবাস ছাড়াও চীনা ব্যাংক ও চীনা গ্যাস স্টেশনকে লক্ষ্য করে পিকেটিং চালানো হয়। এর পরেই তাদের আটক করা হয়। পরে পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে।’ কুনবোলাত আরো বলেন, 'আমি কোনো প্রোটোকলে স্বাক্ষর করিনি এবং কোনো সাক্ষ্যও লিখে রাখি না। তারা আমাকে রাত ৯টার পরে যেতে দেয়, তবে পরদিন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ফিরে আসতে বলে।'

উইঘুর জাতি মধ্যএশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত জাতিগোষ্ঠী। উইঘুর মুসলিমদের ওপর অনেক দিন ধরেই নির্যাতন চালিয়ে আসছে চীন। কালের কণ্ঠ

captcha