IQNA

করোনার প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবের ১৩ টি মসজিদ বন্ধ

20:28 - May 15, 2021
সংবাদ: 2612793
তেহরান (ইকনা): সৌদি ইসলামি, আমন্ত্রণ ও গাইড মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে, সাময়িকভাবে সৌদি আরবের ছয়টি অঞ্চলের ১৩টি মসজিদ বন্ধ করা হবে।

সৌদি আরবের ইসলামি, আমন্ত্রণ ও গাইডেন্স মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ঘোষণা করেছে, দেশটির বিভিন্ন ছয়টি অঞ্চলের ১৩টি মসজিদ সাময়িকভাবে বন্ধ করা হবে। এসকল মসজিদের ১৩ জন মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর তাদের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ার পরে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সৌদি সরকারের এই পদক্ষেপের ফলে, গত ৯৮ দিনের মধ্যে বন্ধ হওয়া মসজিদের সংখ্যা ১১৮৮টিতে পৌঁছেছে। এরমধ্যে ১১৭৩টি মসজিদ জীবাণুমুক্ত করার পরে পুনরায় চালু করা হয়েছে।

সৌদি আরবের সরকারী বার্তা সংস্থায় প্রকাশিত ইসলামি, আমন্ত্রণ ও গাইডেন্স মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে: কাসিম, রিয়াদ, আসির, নাজরান, জাজান ও আল শারকিয়ায় ৮টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে এবং রিয়াদ ও আসিরের ৫টি মসজিদ পুনরায় খোলা হয়েছে।

এই মন্ত্রণালয় মুসল্লিদের সতর্ক করে দিয়ে তাদের সুস্থতা এবং স্বাস্থ্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মুখোশ পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করা এবং যদি কোনও সন্দেহজনক জিনিস দেখা যায়, তাহলে মনোনীত কেন্দ্রগুলির সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।iqna

captcha