IQNA

ইসলামী দেশসমূহের জনগণ এবং সরকারকে ঈদুল ফিতরের অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট

21:34 - May 03, 2022
সংবাদ: 3471807
তেহরান (ইকনা): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি ইসলামী দেশগুসমূহের জনগণ এবং সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
মুসলিম দেশগুলোকে পাঠানো এক বার্তায় তিনি পবিত্র ঈদুল ফিতরকে মানবীয় গুণাবলী বিকাশের বিরাট সুযোগ বলে অভিহিত করেন।
 
তিনি আশা করেন, মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের মধ্যদিয়ে মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি আরো জোরদার হবে। যেসব অঞ্চলে দ্বন্দ্ব-সংঘাত রয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতরের আগমনে তার অবসান ঘটবে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।
 
পবিত্র রমজান মাসের রোজা পালন শেষে বিশেষ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ -উদ্দীপনার মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের এই গুরুত্বপূর্ণ উৎসব কিছুটা ভিন্ন ভিন্ন সময়ে উদযাপিত হয়। 
 
এবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ ও উত্তর আমেরিকা গতকাল ঈদুল ফিতর উদযাপন করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইরানসহ বিশ্বের আরো বহু দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। iqna
captcha