IQNA

ক্লাসরত অবস্থাতেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্কুল গুড়িয়ে দিলো ইসরায়েল

23:51 - November 23, 2022
সংবাদ: 3472868
তেহরান (ইকনা): দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি স্কুল গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ক্লাসেই উপস্থিত ছিল শিশুরা। বুলডোজার ও অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয় ইসরায়েলি সেনারা। সবাইকে বের করে দিয়ে শুরু হয় স্থাপনা ভাঙার কাজ। কড়া নিরাপত্তা নিশ্চিত করে সেনারা।
 
ইসরায়েলি বাহিনীর দাবি, আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ নেয়া হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনিরা। চলতি বছর তেল আবিবের আদালতের দেয়া এক রায়ে অঞ্চলটির আটটি গ্রাম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশনা দেয়া হয়।
 
গত কয়েক মাসে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হত্যার জেরে বেড়েছে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা। বিভিন্ন শরণার্থী শিবিরে প্রায় নিয়মিতই চলছে তেল আবিবের অভিযান। সূত্র : এপি
captcha