IQNA

রাস্তা প্রশস্তের অজুহাতে ভেঙ্গে ফেলা হল ভারতের ৫০০ বছরের পুরনো মসজিদ

4:12 - January 18, 2023
সংবাদ: 3473191
তেহরান (ইকনা): ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে রাস্তা প্রশস্ত করার অজুহাতে ৫০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
উত্তরপ্রদেশ রাজ্য সরকার রাস্তা প্রশস্ত করার অজুহাতে এলাহাবাদ শহরের হান্ডিয়া এলাকায় শের শাহ সুরির আমলের ঐতিহাসিক মসজিদ ভেঙে দিয়েছে।
 
মসজিদের ইমাম ও এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, মসজিদ ভাঙার বিষয়টি আদালতে শুনানি চলছিল এবং ১৬ই জানুয়ারি আদালত এ বিষয়ে শুনানি করে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন ১৬ই জানুয়ারির আগে মসজিদ ভেঙ্গার কাজ শুরু করে।
 
স্থানীয় বাসিন্দারা যোগী সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে মুসলমানদের প্রতি অবিচারের অভিযোগ তুলেছেন কিন্তু সরকার ও প্রশাসন বলছে, শের শাহ সুরির আমলে নির্মিত হাইওয়ে জিটি রোডকে প্রশস্ত করতে মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
 
সম্প্রতি, হিউম্যান রাইটস ওয়াচ তার বার্ষিক প্রতিবেদনে বিভিন্ন অজুহাতে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম সম্পত্তি এবং বাড়িঘর বুলডোজ দিয়ে ভেঙ্গে ফেলার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। 4115225
captcha