IQNA

ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান;

আল্লাহর আদেশ যাতে উপেক্ষিত না হয় সেদিকে মনোযোগ দিতে হবে

19:23 - January 18, 2023
সংবাদ: 3473193
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সাংস্কৃতিক ও প্রচার সংস্থাগুলোকে অবশ্যই সর্তক থাকতে হবে যাতে আল্লাহর বাণী এবং আদেশ কোনও পরিস্থিতিতে উপেক্ষিত না হয়। এ ক্ষেত্রে কোনো ধরণের বিতর্ক, হৈচৈ ও অভিযোগের ভয় পেলে চলবে না।
ইরানের ইসলামি প্রচার সংস্থার কর্মকর্তারা আজ (বুধবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। পার্সটুডে
 
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, প্রচারের ক্ষেত্রে সামাজিক চাহিদার প্রতি মনোযোগ দেওয়ার অর্থ আল্লাহর শ্রেষ্ঠত্বকে উপেক্ষা করা নয়। সাংস্কৃতিক তৎপরতার জন্য যেসব উপাদান রয়েছে সেগুলোর প্রতি পুরোপুরি গুরুত্ব দিতে হবে।
 
তিনি বলেন, একজন তরুণ ও কিশোরের সাথে যোগাযোগের যে ভাষা সেটার সঙ্গে একজন অজ্ঞ, অসচেতন ও বিদ্বেষীর সঙ্গে যোগাযোগের ভাষার পার্থক্য রয়েছে। একইভাবে দেশের অভ্যন্তরে সাংস্কৃতিক তৎপরতা ও প্রচার কাজের সঙ্গে বিদেশে প্রচার কাজ এবং কথা বলার ভাষা ও ধরণের পার্থক্য রয়েছে। 4115613
 
captcha