IQNA

জুমার নামাজের খতিব;

ইসলাম ধর্ম মোকাবেলায় ব্যর্থ হয়ে এখন অবমাননার পথ বেছে নিয়েছে শত্রুরা

20:50 - January 27, 2023
সংবাদ: 3473234
তেহরান (ইকনা):  ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, পবিত্র ইসলাম ধর্মের যে আকর্ষণ-ক্ষমতা তা দেখে উদ্বেগে রয়েছে পাশ্চাত্য। সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানান তিনি।

কাজেম সিদ্দিকি আজ (শুক্রবার) তেহরানে জুমার নামাজের খুতবায় আরও বলেন, ধর্মবিরোধী দেশগুলো যখন দেখছে ইসলাম ধর্মের মোকাবেলায় তারা অপারগ তখন তারা এই ধর্মের অবমাননা শুরু করেছে। পাশ্চাত্যের দেশগুলো এর মাধ্যমে তাদের নিজেদের দেওয়া স্লোগানের মোকাবেলায় দাঁড়িয়েছে। পার্সটুডে
 
ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার সমালোচনা করে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন, নিষেধাজ্ঞার শিকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি ধর্ম, বিপ্লব, জনগণ ও রাষ্ট্রের জন্য সব কিছু করেছে।
 
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, আইআরজিসি ইউরোপীয়দের জন্যও কাজ করে দিয়েছে। আইআরজিসির জেনারেল কাসেম সোলাইমানি আল্লাহর পথের সৈনিকদের সহযোগিতায় দায়েশ বা আইএস-কে মোকাবেলা করেছেন। এই প্রতিরোধের কারণে আইএসের প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী ইউরোপও আইএস'র কবল থেকে মুক্ত থাকতে পেরেছে। শত্রুরা আইআরজিসি-কে দুর্বল করতে চাইলেও এই বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। 4117546
 
 
captcha