IQNA

পারিবারিক ত্রুটি-বিচ্যুতিতে বাড়াবাড়ি নয়

11:51 - January 30, 2023
সংবাদ: 3473252
তেহরান (ইকনা): ভুল করা বা ভুল হওয়া, এটি মানুষের স্বভাবজাত বিষয়। এই সহজ-সরল বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। ছোট্ট এই কথাটুকু যদি মানুষ মনে রাখে, তাহলে অনেক ভুলের ক্ষেত্রে খুব সহজেই সমাধান করা যায়।
এসব ভুলের মধ্যে এমন কিছু ভুল আছে, যেগুলো মানুষের দুর্বলতা। অর্থাৎ এই ভুল যতই চেষ্টা করুক সম্পূর্ণরূপে মূলোৎপাটন করা সম্ভব নয়। তা মানুষের স্বভাবের সঙ্গে একাকার হয়ে গেছে। তবে এসব ভুল নির্মূল করা সম্ভব না হলেও, ভুলের মাত্রা কমিয়ে আনা সম্ভব। আর যদি একদম নির্মূল করতে যায়, তাহলে লাভের চেয়ে হিতে বিপরীতে ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল। এ জন্য রাসুল (সা.) সেসব ভুলের ব্যাপারে আমাদের সতর্ক করে দিয়েছেন, যেন আমরা এ ক্ষেত্রে বাড়াবাড়ি করে নিজেদের ক্ষতি নিজেরা না করি।
 
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আর তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করবে। কেননা, তাদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে, পাঁজরের ওপরের হাড়। যদি তা সোজা করতে যাও, তাহলে ভেঙে যাবে। আর যদি তা যেভাবে আছে সেভাবে রেখে দাও, তাহলে বাঁকাই থেকে যাবে। অতএব, তোমাদের অসিয়ত করা হলো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য।’ (সহিহ বুখারি, হাদিস : ৫১৮৬)
 
হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) তাঁর কালজয়ী গ্রন্থ, ফাতহুল বারিতে বলেন, ‘নারীদের সঙ্গে সদ্ব্যবহার কোরো’ এই কথা দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে তাদের কোমলভাবে সংশোধন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের কঠোরতা করা যাবে না। যদি বাড়াবাড়ি কিংবা অতিরঞ্জন করা হয়, তাহলে ভেঙে যাবে। আবার ঠিক তাকে তার অবস্থায়ও ছেড়ে দেবে না। তখন তার মধ্যে বক্রতা বৃদ্ধি পেতে থাকবে। সে যদি শরিয়তগর্হিত কোনো অন্যায়ে জড়িয়ে যায়, তাহলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, সে যদি বৈধ বিষয়ে তার বক্রতা সীমিত থাকে তাহলে তাকে ছাড় দেওয়া হবে।
 
হাদিসে এ কথা বলা হয়েছে, তাদের সঙ্গে সর্বদা উত্তম আচরণ করার জন্য এবং তাদের বাঁকা স্বভাবে ধৈর্য ধারণ করার জন্য। তাই নারীদের থেকে উপভোগ করতে চাইলে তার ভুল-ত্রুটি মেনেই উপভোগ করতে হবে। তাদের ছোটখাটো ভুল নির্মূল করা সম্ভব নয়। এটাই হাদিস থেকে বোঝা যায়। (ফাতহুল বারি : ৯/২৫৪)
 
 
(আল-আসালিবুন নববীয়্যাহ অবলম্বনে)
 
 
captcha