IQNA

ক্যালিফোর্নিয়ায় মুসলমানদের হুমকিদাতা গ্রেফতারের

0:11 - October 29, 2016
সংবাদ: 2601850
আন্তর্জাতিক ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের পুলিশ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার ও মসজিদ এবং মুসলমানদের হুমকিদাতাকে গ্রেফতার করেছে।
ক্যালিফোর্নিয়ার মুসলমানদের হুমকিদাতা গ্রেফতারের
বার্তা সংস্থা ইকনা: লস এঞ্জেলেস পুলিশ বিভাগের কর্মকর্তারা জানান: গত সপ্তাহে ৪১ বছর বয়সী 'মার্ক লুশিয়ান ফিজিন' সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টার সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। হত্যার হুমকি দেয়ার অভিযোগে লস অ্যাঞ্জেলেসের পুলিশ মার্ক লুশিয়ান ফিজিনকে গ্রেফতার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় মার্ক লুশিয়ান মুসলমানদের উপর ঘৃণ্য প্রকাশ করেছে ও হুমকি দিয়েছে। লুশিয়ান ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে দুই বার ফোন করে (মুসলমান হওয়ার জন্য) উক্ত সেন্টারের সকল সদস্যদের হত্যার হুমকি দিয়েছে।

টেলিফোনে মার্ক লুশিয়ানের বার্তা অনুযায়ী, তার বিশ্বাস ভবিষ্যতে মুসলমানেরা আমেরিকাকে ধ্বংস করবে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান "হোরেস ফ্রাঙ্ক" ২৭ অক্টোবর মিডিয়ায় বলেছেন: মার্ক লুশিয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে শটগান, রিভলভর এবং রাইফেল কার্টিজ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন: পুলিশের তদন্ত অনুযায়ী মার্ক লুশিয়ান তার হুমকিকে বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই তার কাছে রয়েছে এবং একারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারের মুখপাত্র 'ওমর রায়িস' বলেন: মার্ক লুশিয়ানের হুমকি এবং তার ঘর থেকে গোলাবারুদ উদ্ধারের ঘটনা শুনে ইসলামিক সেন্টারের সদস্যরা বিস্মিত হয়েছে।

তিনি বলেন: সন্ত্রাসী হুমকি এবং হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টার সশস্ত্র রক্ষীবাহিনী ব্যবহার করবে।

iqna


captcha