IQNA

আমেরিকায় ইসলাম বিদ্বেষীদের হামলা তীব্র মাত্রায় বৃদ্ধি পেয়েছে

23:48 - December 29, 2016
সংবাদ: 2602257
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার উত্তরাঞ্চলে "অ্যাডভাইস; মুসলিম যুবকদের সরাসরি লাইন" নামে একটি একটি টেলিফোন লাইন চালু করা হয়েছে। উক্ত টেলিফোন লাইনের পরিচালক কমিটি জানিয়েছে, বিগত এক বছরে মুসলমানদের ওপর ইসলাম বিদ্বেষীদের হামলার সংখ্যা প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।
আমেরিকায় ইসলাম বিদ্বেষীদের হামলা তীব্র মাত্রায় বৃদ্ধি পেয়েছে
বার্তা সংস্থা ইকনা: "অ্যাডভাইস; মুসলিম যুবকদের সরাসরি লাইন" টেলিফোন লাইনের পরিচালক কমিটির কর্মকর্তা 'সামিয়া পুনা' বলেন, ২০১৫ সালে আমেরিকার বিভিন্ন স্থান থেকে প্রায় ৪ হাজার নির্যাতিত (যাদের ওপর ইসলাম বিদ্বেষীরা হামলা করেছে) মুসলমান আমাদের সাথে যোগাযোগ করেছেন। তবে ২০১৬ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৭ হাজারে দাঁড়িয়েছে।

সরাসরি এই লাইনটি ২০০৬ সালে আমেরিকা মহাদেশের উত্তরাঞ্চলে মুসলিম যুবকদের সাহায্য করার জন্য চালু হয়েছে। এই লাইনটি চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে, ধর্মের বৈষম্যের কারণে যে সকল মুসলমানদের ওপর বর্ণবাদীরা হামলা চালাই, তারা যেন এই লাইনে যোগাযোগ করে রিপোর্ট করে।

সামিয়া বলেন: ইসলাম বিদ্বেষীদের প্রচারণা ফলে কলের সংখ্যা বৃদ্ধি পায়। তবে প্রধান কারণ হচ্ছে, আমেরিকার নির্বাচন এবং এই নির্বাচনে ট্রাম্পের বিজয়।

প্রায় ৬৭ শতাংশ কল মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানদের নিকট থেকে গৃহীত হয়েছে এবং বাকি কলগুল কানাডার মুসলমানদের নিকট থেকে গৃহীত হয়েছে।

সামিয়া আরও বলেন: আমেরিকার নির্বাচন এবং এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ফলে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের ওপর ইসলাম বিদ্বেষীদের হামলার সংখ্যা বৃদ্ধি হয়নি; বরং বিশ্বের অন্যান্য দেশে বিশেষ করে কানাডায়ও মুসলমানদের ওপর হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

iqna
captcha