IQNA

তিউনিসিয়ায় পবিত্র ক্বাবা ঘরের পর্দার কাজ চলছে + ছবি

22:12 - April 05, 2017
সংবাদ: 2602860
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ায় ৩৩তম আন্তর্জাতিক বইমেলা ২য় এপ্রিলে শেষ হয়েছে। এই বইমেলায় পবিত্র ক্বাবা ঘরের পর্দায় কীভাবে স্বর্ণের কাজ করা হয় তা দেখানো হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এই মেলা ২৪শে মার্চে শুরু হয়েছে। এই বইমেলার পবিত্র ক্বাবা ঘরের পর্দার জন্য অন্যতম একটি স্টল ছিল। ঐ স্টলে দর্শনার্থীদের দেখানো হয়েছ কীভাবে ক্বাবা ঘরের পর্দা সেলাই করা হয়েছে। ক্বাবা ঘরের পর্দা সেলাই করার কারখানার এক জন কর্মী এই প্রদর্শনীতে পর্দা সেলাই করার ক্ষেত্রে তার দক্ষতা প্রদর্শন করেছেন।

তিউনিসিয়ায় ৩৩তম আন্তর্জাতিক বইমেলার সৌদি আরবের স্টলে এই প্রদর্শনী প্রদর্শন করা হয়েছে।

সৌদি দূতাবাসের কালচারাল অ্যাটাশে মুহাম্মাদ আল-তুম এ ব্যাপারে বলেছেন: এই প্রদর্শনীতে যিনি ব্যক্তি ক্বাবা ঘরের পর্দার স্বর্ণের কাজের প্রদর্শন করেছেন তিনি অতি দক্ষ একজন কর্মী। তিনি সোনা, তামা ও খাঁটি সোনার পানি দিয়ে তৈরি সূতা দিয়ে খাঁটি রেশমী কাপড়ের ওপর পবিত্র কুরআন আয়াত লিখেছেন।

তিনি বলেন: প্রদর্শনীতে যে পর্দাটি উপস্থাপন করা হয়েছে সেটি পবিত্র ক্বাবা ঘরের নতুন পর্দা। প্রদর্শিত পর্দাটি চলতি বছরে পবিত্র ক্বাবা ঘরে শোভা পাবে।

iqna

পবিত্র ক্বাবা ঘরের পর্দার কাজ পবিত্র ক্বাবা ঘরের পর্দার কাজ পবিত্র ক্বাবা ঘরের পর্দার কাজ

captcha