IQNA

দ্বিগুণ মূল্যে বিক্রয় হল পবিত্র কুরআনের নীল পাণ্ডুলিপি + ছবি

23:49 - May 02, 2017
সংবাদ: 2603001
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের ক্রিস্টির নিলাম সেন্টারে "আল মুসহাফুল আযরাক' নামক পবিত্র কুরআনের ঐতিহাসিক "নীল পাণ্ডুলিপি"র একটি পৃষ্ঠা নিলামে তোলা হয়েছিল। পৃষ্ঠাটি দ্বিগুণ মূল্যে বিক্রয় হয়েছে।
দ্বিগুণ মূল্যে বিক্রয় হল পবিত্র কুরআনের নীল পাণ্ডুলিপি + ছবি
বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের নীল পাণ্ডুলিপির সাথে অন্যান্য ইসলামী শিল্পের সাথে নিলামে তোলা হয়েছিল। নবম শতাব্দীর অন্তর্গত নীল এই পৃষ্ঠায় পবিত্র কুরআনের তৃতীয় সূরা আলে ইমরানের একাংশ উঠে এসেছে।
ঐতিহাসিক এই পৃষ্ঠার মূল্য ১ লাখ থেকে দেড় লাখ ইউরো নির্ধারণ করা হয়েছিল। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিটি ৩ লাখ ৮৯ হাজার ইউরো (প্রায় ৫০০ ইউরো) বিক্রয় হয়েছে।
স্বর্ণালাঙ্কিত পবিত্র কুরআনের এই পৃষ্ঠাটি নীল রঙ্গের একটি চামড়ার পৃষ্ঠার ওপর কুফা বর্ণমালায় লেখা হয়েছে।
পবিত্র কুরআনের অনন্য এই পৃষ্ঠার আয়াতসমূহও স্বর্ণের কালি দিয়ে লেখা হয়েছে এবং এটি তিউনিসিয়ার 'কিরভ্যান' শহর থেকে আবিষ্কার করা হয়।
লন্ডনের ক্রিস্টির নিলাম সেন্টার এক বিবৃতিতে প্রকাশ করেছে, নবম ও দশম শতাব্দীতে যার কুরআন লিখতেন তারা শেলীর মধ্য থেকে রক্তবর্ণের রং নিষ্কাশিত করতে পারতেন না। এজন্য তারা লেখার জন্য গাড় নীল ব্যাবহার করতেন। আর একারণে কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটি নীল চামড়ার উপর লেখা হয়েছে।
এই বিবৃতিতে আরও উল্লেখ করেছে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই পৃষ্ঠাটি ছাড়িয়ে ও বিক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং এর বাকী অংশ তিউনিসিয়ার যাদুঘরে সংরক্ষিত রয়েছে।
iqna

দ্বিগুণ মূল্যে বিক্রয় হল পবিত্র কুরআনের নীল পাণ্ডুলিপি দ্বিগুণ মূল্যে বিক্রয় হল পবিত্র কুরআনের নীল পাণ্ডুলিপি দ্বিগুণ মূল্যে বিক্রয় হল পবিত্র কুরআনের নীল পাণ্ডুলিপি দ্বিগুণ মূল্যে বিক্রয় হল পবিত্র কুরআনের নীল পাণ্ডুলিপি





captcha