IQNA

বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে সর্বোচ্চ নেতা;

বিচার বিভাগকে জনগণের অধিকার এবং আইনসঙ্গত স্বাধীনতাপন্থীর রক্ষক হতে হবে

0:16 - July 04, 2017
সংবাদ: 2603367
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সেদেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে বলেন: বিচার বিভাগকে জনগণের অধিকার এবং আইনসঙ্গত স্বাধীনতাপন্থীর রক্ষক হতে হবে।
বিচার বিভাগকে জনগণের অধিকার এবং আইনসঙ্গত স্বাধীনতাপন্থীর রক্ষক হতে হবে

বার্তা সংস্থা ইকনা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশের বিচারবিভাগকে প্রয়োজনীয় ও আনুষ্ঠানিক অবস্থান গ্রহণ করতে হবে। ইরানের বিচারবিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি এবং সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে গতকাল (সোমবার) এক বৈঠকে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের বিচারবিভাগের আইনগত চ্যানেলের মাধ্যমে অবস্থান গ্রহণ করা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মার্কিন সরকারের পক্ষ থেকে অর্থ-সম্পদ বাজেয়াপ্ত ও সন্ত্রাসবাদের ঘটনা এবং শেখ জাকজাকি, মিয়ানমার ও কাশ্মিরের মতো ইস্যুতে বিচারবিভাগের উচিত আইনগত সঠিক অবস্থান গ্রহণ করা।

সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক ইস্যুতে ইরানের বিচারবিভাগকে অবশ্যই চূড়ান্তভাবে পক্ষে অথবা বিপক্ষে অবস্থান ঘোষণা করতে হবে।

নাইজেরিয়ার শিয়া আলেম শেখ ইব্রাহিম জাকজাকিকে দীর্ঘদিন ধরে আটক রাখা হয়েছে। এছাড়া, কয়েক বছর ধরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলছে ধারাবাহিক হত্যাকাণ্ড। পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলছে লাগাতার জাতিগত সহিংসতা এবং নয়াদিল্লি নির্দেশিত ধরপাকড় অভিযান।

iqna


captcha