IQNA

কাশ্মিরে বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বনধ পালন, সংঘর্ষ

17:17 - August 02, 2017
সংবাদ: 2603554
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলা ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে আজ বনধ পালিত হচ্ছে। কর্তৃপক্ষ আজ (বুধবার) কাশ্মির উপত্যাকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে।

বার্তা সংস্থা ইকনা: অন্যদিকে, ইসলামিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা আজ স্থগিত করা হয়েছে। এছাড়া কাশ্মির উপত্যাকা ও বানিহাল শহরে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক কেন্দ্র ও গণপরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে।

গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পুলওয়ামা জেলায় লস্কর ই তাইয়্যেবা’র  বিভাগীয় কমান্ডার আবু দু’জানা ও তার সহযোগী আরিফ লিলহারি নিহত হয়। এছাড়া সরকারি বাহিনীর গুলিতে দু’জন বেসামরিক ব্যক্তিও নিহত হয়।

হিজবুল কমান্ডার আবু দুজানা ২০১২ সাল থেকে কাশ্মির উপত্যাকায় সক্রিয় ছিলেন। নিরাপত্তা বাহিনী তার মাথার দাম ১৫ লাখ টাকা ঘোষণা করেছিল।
কাশ্মিরে বনধ চলছে

ওই ঘটনায় গতকাল  (মঙ্গলবার) থেকে সেখানে প্রতিবাদী মানুষজন ক্ষোভে উত্তাল হয়ে উঠেছেন। যৌথ প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে আজ (বুধবার) বনধের ডাক দিলে কর্তৃপক্ষ বিভিন্নস্থানে বিধিনিষেধ আরোপসহ ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে।

খানইয়ার, রায়নাবাড়ি, নৌহাট্টা, সাফাকাদল এবং এম আর গঞ্জ থানা এলাকায় কারফিউয়ের মতো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাশ্মির উপত্যাকা ও জম্মু বিভাগের মধ্যে সমস্ত রেল চলাচলও বন্ধ রয়েছে।

গতকাল নিরাপত্তা বাহিনীর হাতে দু’জন গেরিলা নিহত হওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ মানুষজন বিভিন্নস্থানে পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখালে নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপে কমপক্ষে ৪০ জন আহত হয়। এদের মধ্যে বেশ কয়েকজন বুলেটের আঘাতে হতাহত হয়েছেন।

নিহত হন পুলওয়ামার কাকাপোরা ও গাবারপোরা এলাকার ফিরদৌস আহমদ এবং আকীল আহমদ ভাট। ফিরদৌস আহমদ গতকাল এবং আকীল আহমদ ভাট আজ (বুধবার) সকালে হাসপাতালে মারা যান।

আজ গাবরাপোরা এলাকায় আকীল আহমদ ভাটের জানাজা শেষে ক্ষুব্ধ মানুষজন নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান। হল গ্রাম এলাকায় মোতায়েন আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে বিক্ষোভে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও অংশ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালায়। পার্সটুডে
captcha