IQNA

আবুধাবিতে কুরআনের বিরল পাণ্ডুলিপির প্রদর্শন

22:24 - September 13, 2017
সংবাদ: 2603823
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে "স্মৃতির সফর; হজ" শিরোনামে পবিত্র কুরআনের বিরল পাণ্ডুলিপির প্রদর্শন হতে যাচ্ছে।
আবুধাবিতে কুরআনের বিরল পাণ্ডুলিপির প্রদর্শন
বার্তা সংস্থা ইকনা: আবুধাবি পর্যটন ও সংস্কৃতি প্রশাসন মহাপরিচালক 'সাইফ সায়িদ গাব্বাস' বলেন: স্মৃতির সফর; হজ" শিরোনামে উক্ত কুরআন প্রদর্শনী ৩০শে সেপ্টেম্বর শুরু হবে এবং একাধারে আগামী বছরের ১৮ই মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি বলেন: এই প্রদর্শনীতে পবিত্র হজের ইতিহাসের সাথে সম্পৃক্ত ১৮৩টি শিল্প দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হবে। এসকল শিল্পসমূহ দেশী এবং বিদেশের বিভিন্ন সংস্থা থেকে সংগ্রহ করা হয়েছে।
গাব্বাস আরও বলেন: হজের শুরু থেকে বর্তমান পর্যন্ত হজের বিভিন্ন ইতিহাস এই প্রদর্শনীতে প্রদর্শিত হবে।
আবুধাবি শহরের "শাইখ যায়েদ" মসজিদের ১০ বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত প্রদর্শনীতে পবিত্র কুরআনের অন্যান্য আকর্ষণীয় পাণ্ডুলিপির পাশাপাশি পবিত্র কুরআনের নীল পাণ্ডুলিপি প্রদর্শিত হবে। এই পাণ্ডুলিপিতে নীল চামড়ার উপর পবিত্র কুরআনের আয়াত সমূহ সোনার রং দিয়ে লেখা হয়েছে। পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি চতুর্থ শতাব্দীর অন্তর্গত। পাণ্ডুলিপিটি তিউনিসিয়ার ঐতিহাসিক কিরোভান শহর থেকে আবিষ্কার করা হয়।
iqna



captcha