IQNA

কুরআন ইসলামী রাজনৈতিক জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস

18:27 - October 26, 2017
সংবাদ: 2604166
শরিয়াহর প্রাথমিক উৎস হিসেবে কুরআন ও সুন্নাহকে সারা বিশ্বের মুসলিম কর্তৃক সর্বসম্মতভাবে গৃহীত ও ব্যবহৃত হয়। কুরআন হলো ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ। এই গ্রন্থ মহান আল্লাহর কাছ থেকে এসেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কোরআনের দৃষ্টিতে ইসলামী রাষ্ট্র ও রাজনীতির মূল বক্তব্য হচ্ছে আল্লাহর জন্য কিয়াম করা।

পবিত্র কুরআনের সূরা সাবার ৪৬ নং আয়াতে বলা হয়েছে: «قُلْ إِنَّمَا أَعِظُکم بِوَاحِدَهٍ أَن تَقُومُواْ لِلَّهِ مَثْنىَ‏ وَ فُرَادَى‏ ثُمَّ تَتَفَکرُواْ مَا بِصَاحِبِکمُ مِّن جِنَّهٍ..  তুমি বল, আমি তোমাদের কেবল একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তা হল এই যে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দু’ দু’জন করে বা এক-একজন করে উঠে দাঁড়াও, অতঃপর চিন্তা করে দেখ, তোমাদের সাথীর মধ্যে কোন প্রকারের উন্মাদনা নেই; সে তো আসন্ন এক কঠোর শাস্তির ব্যাপারে তোমাদের জন্য সতর্ককারী মাত্র।

মুসা (আ) যখন ফিরাউনের নিকট গেলেন, তখন সর্বপ্রথম তাকে আল্লাহ তায়ালার প্রতি ঈমান আনতে পরামর্শ দেন। আল্লাহ তায়ালা মুসা (আ) ও হারুনকে (আ) বলেন: اذْهَبَا إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ- فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ

তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও; সে খুব উদ্ধত হয়ে গেছে। তোমরা তার সাথে নম্রভাবে কথা বল, হয়তবা সে চিন্তাভাবনা করবে অথবা ভীত হবে। (সূরা ত্বহা: ৪৩-৪৪)

এ কারণে মুসা (আ) এবং হারুন (আ) তখনকার বিদ্যমান রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকেই আলাপ-আলোচনা করছিলেন। তবে তারা তৎকালীন ক্ষমতাসীনদের আচরণের মান ঠিক করে দেয়ার চেষ্টা করছিলেন। মুসা (আ) ফেরাউনের নিকট গিয়ে বলেননি, আমি রাষ্ট্র কাঠামো পাল্টে দিতে চাই। এই ফেরাউনী রাষ্ট্রকে আমি ইসলামী রাষ্ট্র বা ইহুদী রাষ্ট্র কিংবা অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন করতে চাই। বরং আল্লাহ তায়ালাকে ভয় করার জন্য তিনি ফেরাউন, তার পরিবার এবং তৎকালীন উচ্চবিত্তদেরকে উপদেশ দিয়েছিলেন। তারা যেন সুশাসন, ন্যায়বিচার, অধিকার ও মানবতা প্রতিষ্ঠার সুন্দর পথ গ্রহণ করে, সে উপদেশ দিয়েছিলেন। কিন্তু জবাবে ফেরাউন সহিংস প্রতিক্রিয়া দেখায়। ফলে আল্লাহ তায়ালা মুসা (আ) ও ইহুদীদেরকে দেশত্যাগের মাধ্যমে এই নির্যাতন থেকে নিজেদের রক্ষা করার নির্দেশ দিলেন। তারপর আল্লাহ তায়ালা মুসার (আ) মাধ্যমে ইহুদীদেরকে একটি বার্তা দিলেন : قَالَ عَسَى رَبُّكُمْ أَن يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ

আল্লাহ বললেন, সম্ভবত তোমাদের প্রতিপালক শীঘ্রই তোমাদের শক্রদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে এই দেশের প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন, তোমরা কেমন কাজ কর। (সূরা আরাফ: ১২৯)
captcha