IQNA

ইমাম রেজার (আ.) মাজারে ব্রিটিশ নারীর ইসলাম গ্রহণ

15:54 - March 04, 2018
সংবাদ: 2605180
ব্রিটিশ এক রমণী ইসলামী প্রজাতন্ত্র ইরান সফরে এসে ধর্মীয় নগরী মাশহাদস্থ রাসূলের (সা.) বংশধারার ৮ম পুরুষ ইমাম রেজার (আ.) পবিত্র মাজার জিয়ারতের পর ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম রেজার (আ.) পবিত্র মাজার জিয়ারতের পর মাজার কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে আলাপকালে এ নও মুসলিম বলেন: আমি ইতিপূর্বে অনেক মুসলিম বন্ধুদের সাথে পরিচিত হয়েছি এবং তাদের আকিদা-বিশ্বাস পর্যালোচনার পর এটা অনুভব করি যে, ইসলামই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
আমি দীর্ঘ দিন পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণা করি। আমি যখন কোরআন পাঠ করতাম তখন মনের মাঝে এক অভিনব শান্তি অনুভব করতাম এবং আমার আসল সত্তাকে আমি কোরআনের মাঝে খুঁজে পেতাম। এ কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
ইরান সফর ও ইমাম রেজার (আ.) মাজার জিয়ারতে আসার কারণ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন: আমি কিছু দিন পূর্বে এক ইরানি মুসলিমের সাথে পরিচিত হই, সে আমাকে এ মাজারের বিষয়ে অবহিত করে। ফলে আমি সিদ্ধান্ত নিলাম যে, এখানে এসে কলেমা শাহাদত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি ইমাম রেজার (আ.) মাজার জিয়ারত করে এক স্বর্গীয় অনুভূতি লাভ করেছি। শাবিস্তান

captcha