IQNA

তিউনিসিয়ায় দায়েশের এক সন্ত্রাসী নিহত

0:33 - April 02, 2018
সংবাদ: 2605407
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (১ম এপ্রিল) তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানিয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জঙ্গি ও সন্ত্রাসবাদ নিধনের জন্য জাতীয় গার্ড বাহিনীর সদস্যরা চরমপন্থি ও সন্ত্রাসী সংগঠন দায়েশ তথা আইএসের এক কমান্ডারকে ধ্বংস করেছে। জাতীয় গার্ড বাহিনীর এই অপারেশনের ফলে সেদেশের উত্তরপশ্চিম দায়েশের প্রবেশের চেষ্টা নস্যাৎ হয়েছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা তিউনিসিয়ার উত্তর-পশ্চিমের হাসী আল-ফরিদ শহরের সেলুম পর্বতমালার আবাসিক কমপ্লেক্সে প্রবেশ করতে চেয়েছিল। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিধনের জন্য জাতীয় গার্ড বাহিনীর প্রচেষ্টায় সন্ত্রাসীদের এই পরিকল্পনা নস্যাৎ হয়েছে।

তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে উল্লেখ করেছে, জাতীয় গার্ড বাহিনীর এই অপারেশনে দায়েশের এক শীর্ষ নেতা নিহত হয়েছে। ডিএনএ টেস্ট করার পর নিহত এই সন্ত্রাসীর পরিচয় প্রকাশ করা হবে।

iqna

captcha