IQNA

ইমাম হাদীর দৃষ্টিতে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা

0:44 - April 02, 2018
সংবাদ: 2605409
৩রা রজব ইমাম হাদি আল নাকি(আ.)-এর শাহাদাত বার্ষিকী। আব্বাসীয় খলিফা মুতাজ ৪১ বছর বয়স্ক ইমাম হাদী (আ.)কে বিষ প্রয়োগে শহীদ করে। ফলে বিশ্ববাসী তাঁর উজ্জ্বল নূর থেকে বঞ্চিত হয়।

 

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমামের নানা অসাধারণ গুণের মধ্যে দানশীলতা ছিল অন্যতম। ইমাম হাদী (আ.)একবার এক ঋণগ্রস্ত ব্যক্তিকে ত্রিশ হাজার দিরহাম বা স্বর্ণমুদ্রা দান করেছিলেন। ঐ ব্যক্তি বলেন: জনাব এ অর্থের তিনভাগের একভাগই আমার দেনা শোধ করার জন্যে যথেষ্ট। ইমাম হাদী (আ.) বললেন, বাকী অর্থ তোমার পরিবার পরিজনের জন্যে খরচ কর । লোকটি বললো: খোদায়ী পথপ্রদর্শক হবার যোগ্য কারা তা আল্লাহই ভালো   জানেন ।

ইমাম হাদী(আ.) যিয়ারাতে জামে কাবীরাতে বলেন: «وَ يُمَلَّكُ فِي دَوْلَتِكُمْ» হে আল্লাহ! আমি তাদেরম মধ্যে হতে চাই যখন ইমাম মাহদীর হযকুমত প্রতিষ্ঠিত হবে তখন যেন আমি থাকতে পারি।

এই যিয়রাতে আরও বলঅ হয়েছে: «وَ يُشَرَّفُ فِي عَافِيَتِكُمْ» হে আল্লাহ! আমি দেখতে চাই যে আহলে বাইত(আ.) দুনিয়াতে হুকমত করছেন এবং সবাই সুখে শান্তিতে বসবাস করছে। আর সেটাই হবে আমাদের জন্য গর্বের কারণ।

সূরা যুমারের ৭৩ নং আয়াতে বলা হয়েছে:  وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاؤُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।  শাবিস্তান

captcha