IQNA

ইমাম হাদীর দৃষ্টিতে শেষ জামানার বিশৃঙ্খলা থেকে মুক্তির উপায়

23:55 - September 07, 2018
সংবাদ: 2606653
তারা দুর্বল ঈমানের শিয়াদেরকে সকল প্রতিকুল পরিবেশ থেকে রক্ষা করে যেভাবে অথৈ সাগরের উত্তাল ঢেউ থেকে জাহাজের নাবিক জাহাজকে রক্ষা করে। আর একারণেই তারা আল্লাহর নিকট বিশেষ মর্যাদার অধিকারী।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আহলে বাইতের পক্ষ থেকে শেষ জামানার বিভিন্ন ফেতনা এবং বিশৃঙ্খলা থেকে মুক্তির জন্য নানাবিধ পদ্ধতি বর্ণিত হয়েছে।

ইমাম হাদী আল নাকী(আ.) বলেছেন: শেষ জামানায় আমাদের আল কায়েমের অন্তর্ধানের যুগে যদি জ্ঞানী আলেমরা না থাকত এবং তারা জনগণকে মাহদীর দিকে হেদায়েত না করত এবং দুর্বল ঈমানের শিয়াদেরকে সঠিক পথের সন্ধান না দিত তাহলে তারা আহলে বাইতের শত্রুদের হাতে গোমরাহ হয়ে যেত এবং ইসলাম থেকে বিচ্যুত হয়ে মোতাদ হয়ে যেত।

কিন্তু আল্লাহর অশেষ রহমতে শেষ জামানার আলেমগণ দুর্বল ঈমানের শিয়াদের অন্তরে হুকুমত করবে এবং তাদেরকে সঠিক পথে হেদায়েত করবেন। যেভাবে জাহাজের চালক জাহাজকে সলক প্রকার প্রতিকুল পরিবেশ থেকে রক্ষা করে সবাইকে নাজাত দেয়। আর একারণে। তারা আল্লাহর নিকট সব থেকে বেশী মর্যাদার অধিকারী হবেন।

এই হাদিসে স্পষ্টভাবে আলেমগণের অপরিসীম ভূমিকার কথা বর্ণিত হয়েছে যে তারা শেষ জামানায় শিয়াদেরকে শয়তানের সকল প্রকার চক্রান্ত থেকে মুক্তি দান করবেন।

captcha