IQNA

ইসলামি প্রজাতন্ত্র ইরান মহান বিপ্লবের ফসল: আলি আকবারি

19:28 - March 29, 2019
সংবাদ: 2608224
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ হাজ আলি আকবারি বলেছেন,ইসলামি প্রজাতন্ত্র ইরান মহান বিপ্লবেরই ফসল। ইরানের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আজ জুমার খুৎবায় তিনি একথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ফার্সি ১২ ফারভারদিন মোতাবেক ১ এপ্রিল ইরানে ইসলামি প্রজাতন্ত্রের সূচনা হয়েছিল। এই মহতি দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে জুমার খতিব আরও বলেন, শত্রুদের পরিকল্পনা ও ষড়যন্ত্রের টার্গেট হলো ইরানিদের জাতীয় আশা-আকাঙ্ক্ষাগুলোকে নস্যাৎ করে দেয়া।

নতুন বছরের শ্লোগান নির্বাচনকে সর্বোচ্চ নেতার প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচায়ক বলেও তিনি মন্তব্য করেন।

বিশিষ্ট এই আলেম বলেন, নববর্ষের শ্লোগান জাতীয় আশা-আকাঙ্ক্ষাকে শক্তিশালী করবে। "উৎপাদন বৃদ্ধি"র এই শ্লোগান শত্রুদের ষড়যন্ত্র, যাবতীয় শত্রুতা এবং নিষেধাজ্ঞা প্রতিহত করার শক্তি জোগাবে।

জনগণ সুন্দর ও উন্নত ভবিষ্যৎ রচনায় দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।  iqna

captcha