IQNA

শাবান মাস উপলক্ষে বেলারুশে মাহফিল

15:43 - April 13, 2019
সংবাদ: 2608327
আন্তর্জাতিক ডেস্ক: অপরিসীম রহমত, বরকত ও ফজিলতের ঘেরা শাবান মাস। পবিত্র রমজান মাসে প্রবেশের মাস এটি। এ মাসে রাসূলের (আ.) আহলে বাইতের (আ.) তিন জন মাসুম ইমামের মহিমান্বিত জন্ম দিবস। তারা হলেন যথাক্রমে ৩রা শাবান সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.), ৫ম শাবান ইমাম জয়নুল আবেদিন (আ.) এবং ১৫ শাবান বর্তমান যুগের ইমাম তথা ইমাম মাহদীর (আ.) জন্মবার্ষিকী। এছাড়া এ মাসেরই ৪ তারিখ কারবালায় ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী সেনাপতি হযরত আব্বাস আলামদার (আ.) এবং ৭ই শাবান ইমাম হুসাইনের (আ.) সুযোগ্য পুত্র হযরত আলী আকবারের (আ.) জন্ম দিবস।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র এই মাস উপলক্ষে বেলারুশের মিনস্কের শহরের বাইতুল জাহরা (সা.)-এর মিলনায়তনে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলটি বেলারুশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এবং ইসলামিক অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলটি ইরানের শিক্ষার্থী এবং সেদেশর বসবাসকৃত ইরানিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে দোয়া পাঠ, ধর্মীয় ভিডিও ক্লিপ এবং বক্তৃতা ও কবিতা পরিবেশন করা হয়।
এছাড়াও এই অনুষ্ঠানের শেষে ইসলামী ইতিহাসের আলোকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, ৩রা শাবান (৯ম এপ্রিল) সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.), ৪র্থ শাবান (১০ এপ্রিল) হযরত আব্বাস (আ.), ৫ম শাবান (১১ই এপ্রিল) ইমাম জয়নুল আবেদিন (আ.) এবং ১৫ শাবান (২১শে এপ্রিল) বর্তমান যুগের ইমাম তথা ইমাম মাহদীর (আ.) জন্মবার্ষিকী।  iqna

captcha