IQNA

শান্তি আলোচনায় সহযোগিতা করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানালো আফগানিস্তান

19:09 - May 06, 2019
সংবাদ: 2608488
আন্তর্জাতিক ডেস্ক: শান্তি আলোচনায় সহায়তা করার জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের প্রেসিডেন্ট মুহাম্মাদ আশরাফ গনি আফগান শান্তি প্রক্রিয়া এবং এই বিষয়ে পারস্পারিক সহযোগিতা ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইমরান খান আলোচনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে সবরকম প্রচেষ্টা চালাবে তার দেশ। তিনি রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

টেলিফোনালাপে ইমরান খান বলেন, আফগানিস্তানের জনগণের নেতৃত্বে সেদেশের চলমান সংকটের সমাধান হতে হবে। তিনি আফগান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, গত কয়েক দশক ধরে আফগানিস্তানের অস্থিতিশীলতার নেতিবাচক প্রভাব পাকিস্তানের ওপরও পড়েছে। 

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমরান খান বলেন, ইসলামাবাদ আফগানিস্তানকে নিজের ভাই মনে করে এবং এই ভ্রাতৃত্ব রক্ষা করতে বদ্ধপরিকর।

পাক-আফগান সীমান্তে দু’দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের জের ধরে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হওয়ার একই সময়ে এই টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হলো।

সম্প্রতি পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে চার আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর গতকাল কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। একই দিন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত আফগান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে সীমান্তে ওপার থেকে গুলিবর্ষণের প্রতিবাদ জানানো হয়। iqna

 

 

captcha