IQNA

কাজাখস্তানে প্রথম সৌরশক্তি সমৃদ্ধ মসজিদ উদ্বোধন + ভিডিও

20:09 - September 07, 2020
সংবাদ: 2611437
তেহরান (ইকনা): প্রথম পরিবেশবান্ধব সৌর মসজিদটি কাজাখস্তানের রাজধানীতে উদ্বোধন করা হয়েছে।

কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে প্রথম পরিবেশবান্ধব সৌর মসজিদ উদ্বোধন করা হয়েছে। সৌরশক্তির মাধ্যমে এই মসজিদের বিদ্যুৎ উৎপাদন করা হয়।
মসজিদটি নির্মাণের পূর্বে স্থানীয় কর্মকর্তারা বিদ্যুৎ বিলের ব্যয় হ্রাস করার জন্য মসজিদে সৌর প্যানেল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্লেটগুলি মসজিদের বিদ্যুতের প্রয়োজনের তিনগুণ বেশি শক্তি উৎপাদন করে।
মসজিদের পেশ ইমাম “ইয়াহিয়া ক্বাজী” বলেন: “আল্লাহর ফুল” নামের এই মসজিদটি নগরবাসীর আর্থিক সহায়তায় নির্মাণ করা হয়েছে। iqna

captcha