IQNA

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় আহত ৬

20:20 - September 03, 2021
সংবাদ: 3470603
তেহরান (ইকনা): নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি সুপার মার্কেটে ছুরিকাঘাতে ছয়জনকে আহত করে এক ব্যক্তি। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর।

সেদেশর প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন। হামলাকারী ব্যক্তি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দ্বারা প্রভাবিত ছিল বলেও জানান তিনি।

জেসিন্ডা আরডার্ন জানান, এই ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা এবং নজরদারিতে থাকা এক শ্রীলঙ্কার নাগরিক এই হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বলা হচ্ছে, ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসী মতদার্শ ধারণ করে সে হামলার ঘটনা ঘটিয়েছে। প্রধানমন্ত্রী আরডার্ন জানিয়েছেন, হামলার ৬০ সেকেন্ডের মধ্যেই পুলিশের গুলিতে সে নিহত হয়।

তিনি জানান, হামলাকারী ২০১১ সালে নিউজিল্যান্ড আসে। কিন্তু ২০১৬ সালের পর থেকে তার ওপর নজরদারি রাখা হচ্ছিল। মূলত তার আদর্শ নিয়ে উদ্বেগের কারণে নজরদারিতে ছিল সে। জেসিন্ডা বলেন, হামলাকারীর জাতীয়তা শ্রীলঙ্কান। সে ১০ বছর ধরে নিউজিল্যান্ডে বাস করছিল। আজ যা ঘটেছে তা নিন্দনীয়। এটা ঘৃণ্য।

তিনি আরো বলেন, নীতিমালার কারণে হামলাকারীর পরিচয় প্রকাশ করা যাবে না। ২০১৬ সালে এই ব্যক্তি জাতীয় নিরাপত্তা ইস্যুতে 'পারসন অফ ইন্টারেস্টে' পরিণত হয়। তখন থেকে সে নজরদারিতে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউলাইনের লাইনমলে হঠাৎ এক ব্যক্তি ঢুকে ছুরিকাঘাত করতে শুরু করে। মুর্হূতেই চিৎকার শুরু হয়। মানুষ ছোটাছোটি করতে থাকে। এক ব্যক্তিকে মেঝেতে শুয়ে থাকতে দেখেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর, এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। iqna

captcha