IQNA

অমুসলিমদের উৎসবানুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আয়াতুল্লাহ সিস্তানির ফতোয়া

20:41 - December 25, 2021
সংবাদ: 3471183
তেহরান (ইকনা): ইরাকের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী আল-হোসাইনী আস-সিস্তানি (হাফিজাহুল্লাহ) অনৈসলামিক উৎসবে মুসলিমদের অংশগ্রহণের বিষয়ে একটি ফতোয়া পেশ করেছেন।
আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানির(হাফিজাহুল্লাহ) ইরাকী দপ্তর গতকাল শুক্রবার অনৈসলামিক উৎসবে মুসলিমদের অংশগ্রহণের বিষয়ে এক ফতোয়া প্রদান করেছে। 
 
আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী সিস্তানির(হাফিজাহুল্লাহ)নিকটে জিজ্ঞাসা করা হয়েছে:
 
প্রশ্ন: অনৈসলামিক উৎসবে মুসলিমদের অংশগ্রহণ করা কি জায়েয?
 
আয়াতুল্লাহ সিস্তানির (হাফিজাহুল্লাহ) উত্তর: যদি অনৈসলামিক উৎসবে মুসলিমদের অংশগ্রহণ অনৈতিকতা, পাপ ও অন্যান্য কলুষতা থেকে মুক্ত থাকে এবং গোমরাহি না ছড়ায়, তাহলে কোন অসুবিধা নেই।
 
এর পূর্বে আয়াতুল্লাহ সিস্তানির (হাফিজাহুল্লাহ)নিকট মুসলমানদের জন্য নববর্ষ উদযাপনের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। এব্যাপারে তিনি উত্তর দিয়েছিলেন: “স্বয়ং এই কাজে কোন সমস্যা নেই; তবে এর মাধ্যমে যদি ফেৎনা-ফ্যাসাদ বা ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ এবং গোমরাহির প্রচার হয়, তাহলে তা জায়েয নয়”। iqna
 
captcha