IQNA

ইহুদিবাদী সেনাদের বোমাবর্ষণ অব্যাহত; চলছে ইসরাইলি সেনা নিধন

0:02 - December 09, 2023
সংবাদ: 3474774
তেহরান (ইকনা): অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত বিমান হামলা এবং কামান ও ট্যাংকের গোলাবর্ষণ চলছে। এতে আজও শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
এদিকে দখলদার সেনাদের পাশবিক হামলার জবাবে হামাস ও ইসলামি জিহাদসহ সবগুলো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের তুমুল প্রতিরোধ অব্যাহত রয়েছে। গাজার কোনো অংশের ওপরই পূর্ণ ও স্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারেনি ইসরাইলি সেনারা। আজও তেল আবিবে রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো।
 
আজ গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় আরো দুই সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ। তাদের হিসেবে এই নিয়ে গাজায় এ পর্যন্ত নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৯১ জনে উন্নীত হয়েছে; যদিও ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টগুলো বলছে, প্রকৃত নিহত ইসরাইলি সেনার সংখ্যা আরো অনেক বেশি।
 
ইসরাইলের সাবেক সেনাপ্রধান ও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোটের ছোট ছেলে গাল মেইর আইজেনকোটের শেষকৃত্য আজ ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর হেরজলিভা শহরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হামলায় গাল মেইরের ভবলীলা সাঙ্গ হয়। নেতানিয়াহু, তার মন্ত্রিসভার সদস্যরা এবং ইহুদিবাদী প্রেসিডেন্ট হার্জগ শেষকৃত্যে উপস্থিত ছিল। 
 
হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড আজ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল তাদের যোদ্ধারা গাজা উপত্যকার উত্তরে একটি টানেলের মুখে বোমা পেতে রেখেছিলেন। ইসরাইলি সেনারা টানেল মুখে গিয়ে এটির ঢাকনা উত্তোলন করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। এর ফলে ঘটনাস্থলেই সাবেক ইসরাইলি সেনাপ্রধান গাদি আইজেনকোটের ছেলে নিহত হয়। ওই ঘটনায় আরো বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে।
captcha