IQNA

ফেরেশতা কে?

1:57 - January 15, 2024
সংবাদ: 3474947
ইকনা: ফেরেশতারা জান্নতী প্রাণী এবং তাদের প্রতি বিশ্বাস করা আবশ্যক এবং মুসলমান হওয়ার প্রধান শর্ত। এই ঐশ্বরিক প্রাণীগুলো নূর থেকে সৃষ্ট এবং বিভিন্ন দলে বিভক্ত।

ফেরেশতারা জান্নতী প্রাণী এবং তাদের প্রতি বিশ্বাস করা আবশ্যক এবং মুসলমান হওয়ার প্রধান শর্ত। এই ঐশ্বরিক প্রাণীগুলো নূর থেকে সৃষ্ট এবং বিভিন্ন দলে বিভক্ত।

ফেরেশতারা অদৃশ্য প্রাণী যা চোখে দেখা যায় না। জিব্রাইল, মিকায়েল, ইসরাফিল এবং আজরাইল হলেন কুরআনে বর্ণিত চার ফেরেশতা। এগুলি ছাড়াও হারুত ও মারুত এবং নাকির ও মুনকার হলেন অন্যান্য ফেরেশতা যাদের নাম কুরআনে উল্লেখ করা হয়েছে।

কুরআন ফেরেশতাদের বৈশিষ্ট্য নিম্নরূপ তালিকাভুক্ত করেছে:

১- তারা আল্লাহর আদেশ পালন করে এবং কখনও গুনাহ করে না:

«لا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَ هُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ»

অনুবাদ: তারা কোন বিষয়ে তাঁর (মহান আল্লাহর) অগ্রবর্তী হয় না এবং তারা তাঁর নির্দেশে সতত কর্মরত।

সূরা আম্বিয়া, আয়াত: ২৭।

২- আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অতি গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যপূর্ণ দায়িত্ব রয়েছে:

وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ

ফেরেশতাগণ তার প্রান্তদেশে অবস্থান করবে এবং সেদিন আটজন তোমার প্রতিপালকের আরশকে ঊর্ধ্বদেশে ধারণ করবে।

সূরা হাক্কাহ, আয়াত: ১৭।

فَالْمُدَبِّرَاتِ أَمْرًا

এবং তাদের যারা (বিশ্বজগতের) কর্ম নির্বাহ করে।

সূরা নাযিয়াত, আয়াত: ৫।

فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ ۚ أُولَٰئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُمْ مِنَ الْكِتَابِ ۖ حَتَّىٰ إِذَا جَاءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوا أَيْنَ مَا كُنْتُمْ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ ۖ قَالُوا ضَلُّوا عَنَّا وَشَهِدُوا عَلَىٰ أَنْفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ

তার অপেক্ষা বড় অবিচারক আর কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে; অথবা তাঁর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা তাদের নির্ধারিত অংশ থেকে পেতে থাকবে যতক্ষণ না আমাদের প্রেরিতরা (ফেরেশতা) তাদের নিকট গিয়ে তাদের (প্রাণ) পূর্ণরূপে গ্রহণ করছে। তারা (তাদের) জিজ্ঞেস করবে, ‘তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ডাকতে তারা এখন কোথায়?’ তারা বলবে, ‘তারা আমাদের নিকট থেকে উধাও হয়ে গিয়েছে’, এবং তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে, তারা নিশ্চয় অবিশ্বাসী ছিল।

সূরা আ’রাফ, আয়াত: ৩৭।

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ

كِرَامًا كَاتِبِينَ

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

অবশ্যই তোমাদের ওপর তত্ত্বাবধায়করা আছে;  সম্মানিত লিপিকারবৃন্দ; তারা অবগত যা তোমরা করে থাক। নিশ্চয়ই সৎকর্মপরায়ণরা নিয়ামতসমূহের মধ্যে থাকবে।

সূরা ইনফিতার, আয়াত: ১০ থেকে ১৩।

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ ۖ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ

তিনি তাঁর বান্দাদের ওপর প্রবল এবং তিনি তোমাদের প্রতি রক্ষকদের (ফেরেশতাদের) প্রেরণ করতে থাকেন সে সময় পর্যন্ত যখন তোমাদের মধ্যে কারও মৃত্যু ঘনিয়ে আসে, তখন আমাদের প্রেরিতরা (ফেরেশতা) তাকে (আত্মাকে) পূর্ণরূপে গ্রহণ করে এবং তারা (আমাদের আদেশ পালনে) সামান্যতমও অবহেলা করে না।

সূরা আন’য়াম, আয়াত: ৬১।

وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَٰذَا يَوْمٌ عَصِيبٌ

যখন আমাদের প্রেরিতরা (ফেরেশতারা) লূতের নিকট এল, তখন সে তাদের ব্যাপারে শংকিত হল এবং তাদের আগমনে বিষণœ হল এবং বলল, ‘এটা কঠিনতম বিপদের দিন।

সূরা হুদ, আয়াত: ৭৭।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا ۚ وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا

হে বিশ্বাসীরা! তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ কর যখন অবিশ্বাসীদের সেনাদল তোমাদের সম্মুখে উপনীত হয়েছিল এবং আমরা তাদের বিরুদ্ধে (তোমাদের সাহায্যের জন্য) ঝঞ্ঝা-বায়ু ও  এমন সেনাদল প্রেরণ করেছিলাম যাদের তোমরা প্রত্যক্ষ করনি;  তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

সূরা আহযাব, আয়াত: ৯।

يُنَزِّلُ الْمَلَائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَىٰ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ أَنْ أَنْذِرُوا أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاتَّقُونِ

তিনিই তাঁর বান্দাদের মধ্যে যার নিকট ইচ্ছা স্বীয় আদেশে (এ) প্রত্যাদেশসহ ফেরেশতাদের অবতীর্ণ করেন যে (মানুষকে এ বলে) সতর্ক কর, ‘আমি ব্যতীত কোন উপাস্য নেই, সুতরাং আমার (আযাব) থেকে নিজেদের রক্ষা কর।’

সূরা নাহাল, আয়াত ২।

৩ - তারা ক্রমাগত মহান আল্লাহর তাসবিহ পাঠ করে:

«وَ الْمَلائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَ يَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ»

আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে।

সূরা শূরা, আয়াত ৫।

৪- কখনও কখনও তারা মানুষের রূপ ধারণ করে এবং নবী এমনকি যারা নবী নয় তাদের সম্মূখে উপস্থিত হয়। যেমন মহান ঐশ্বরিক ফেরেশতা হযর মারইয়ামের (আ.) কাছে মানব রূপে আবির্ভূত হন:

فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا

অতঃপর তাদের থেকে নিজেকে পর্দাবৃত (আড়াল) করল, তখন আমরা আমাদের রূহ (জিবরীল)-কে তার নিকট প্রেরণ করলাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল।

সূরা মারইয়াম, আয়াত: ১৭।

৫- বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন পদ আছে, কেউ সর্বদা রুকু করে এবং কেউ সর্বদা সেজদা করে।

« وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَعْلُومٌ وَ إِنَّا لَنَحْنُ الصَّافُّونَ وَ إِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ»

(ফেরেশতারা বলে,) ‘আমাদের প্রত্যেকের জন্য এক স্থান নির্দিষ্ট আছে।  নিশ্চয় আমরা (তাঁর নির্দেশ পালনের জন্য) সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি।  এবং অবশ্যই আমরা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।’

সূরা সাফ্ফাত, আয়াত: ১৬৪ থেকে ১৬৬।

সাধারণভাবে, কোরআনের অনেক আয়াত ফেরেশতাদের বৈশিষ্ট্য এবং মিশন সম্পর্কে কথা বলে। এমনকি কোরআনের আয়াতে বলা হয়েছে:

«آمَنَ الرَّسُولُ بِما أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَ الْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَ مَلائِكَتِهِ وَ كُتُبِهِ وَ رُسُلِهِ»

 (আমাদের) রাসূল (মুহাম্মাদ) সেই সমুদয়ের প্রতি বিশ্বাস রাখে যা তার ওপর তার প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ হয়েছে; আর (তার সাথে) বিশ্বাসীরা সকলেই আল্লাহ, তাঁর ফেরেশতাকুল, তাঁর গ্রন্থসমূহ এবং তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস করে;

সুরা বাকারা, আয়াত: ২৮৫।

ফেরেশতাদের প্রতি বিশ্বাসকে আল্লাহ, নবী ও পবিত্র গ্রন্থের প্রতি বিশ্বাসের সারিতে রাখা হয়েছে। জ্বিন এবং শয়তানের মত ফেরেশতাদের খালি চোখে দেখা যায় না, তবে হৃদয়ের পবিত্রতার সাথে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সূরা তাফসীর, ১৮তম খণ্ড, পৃ: ১৭৩।

 

captcha