IQNA

বুরকিনা ফাসোর একটি মসজিদে হামলায় বহু হতাহত

1:08 - February 27, 2024
সংবাদ: 3475154
ইকনা: বুরকিনা ফাসোর একটি মসজিদে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার পর এই মসজিদে উপস্থিত অনেক মুসল্লী হতাহত হয়েছেন।
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারী ব্যক্তিদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে এ ঘটনা ঘটে। 
 
গির্জার পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ব্যক্তিরা সবাই ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের লোক। তাঁরা প্রার্থনার জন্য উপাসনালয়ে একত্র হয়েছিলেন। 
 
এক বিবৃতিতে বলা হয়, বন্দুকধারী ব্যক্তিদের হামলায় ঘটনাস্থলে ১২ জন ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
 
এই সন্ত্রাসী হামলার জন্য তাৎক্ষণিক কোনো পক্ষ দায় স্বীকার করেনি। ওই অঞ্চলে এর আগেও একাধিকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু হামলার লক্ষ্যবস্তু ছিল গির্জা। আর অন্যগুলোর লক্ষ্য ছিল যাজকদের অপহরণ।
 
বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়। অস্ত্রধারী ব্যক্তিদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একটি অংশের এই অস্থিতিশীল পরিস্থিতি পুরো দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে ২০২২ সালে দেশটিতে দুবার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। 
 
দেশটির সেনাবাহিনী অস্থিতিশীল এলাকাগুলোয় শান্তি ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সেনা সরকার শক্তি-সামর্থ্যের ঘাটতি এবং মালি ও নাইজারের সঙ্গে অরক্ষিত সীমান্তের কারণে এ পরিস্থিতির নাগাল টানতে পারছে না বলে মনে করা হয়।
captcha