ইকনা- ত্রয়োদশ শতাব্দীতে যখন মধ্য এশিয়াজুড়ে বিরাজ করছিল বিশৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক ও যুদ্ধ-সংঘাতের পরিস্থিতি, ঠিক তখনই মানবাত্মার মধ্যে খোদার সান্নিধ্য সৃষ্টিকারী বিশ্বের মহান প্রেমিক মওলানা রুমির আগমন ঘটেছিল। মুসলিম বিশ্বের এই দার্শনিক ১২০৭ খ্রিস্টাব্দের ৩০ সেপ্টেম্বর পারস্যের খোরাসান প্রদেশের বলখ শহরে আবির্ভূত হন। সুফিজগতের এই বিশেষ কবিসত্তার প্রকৃত নাম মোহাম্মদ এবং উপাধি জালাল উদ্দিন। ইসলাম তথা সুফিবাদের সুদীর্ঘ ঐতিহ্যের ধারক এক পরিবারের বংশধর ছিলেন তিনি।
23:16 , 2025 Jul 10